ক্যাটাগরি

শৈলকুপায় চেয়ারম্যানের বাড়ি থেকে ঢাল-শরকি উদ্ধার

শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, মঙ্গলবার দুপুরে উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে ৪৭টি শরকি, ১৭টি ঢাল ও ১০/১২ কেজি বেতসহ এসব তৈরির নানা সরঞ্জাম। গ্রেপ্তাররা ঢাল-শরকি তৈরির কারিগর।