ক্যাটাগরি

ওটিটি নীতিমালা প্রণয়নে কমিটি গঠন

নীতিমালা প্রণয়নে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রচার) মো. মিজান উল আলমকে সভাপতি ও উপসচিব (টিভি-২) রুজিনা সুলতানাকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে তথ্যমন্ত্রণালয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক হারুন-অর-রশীদ, বাংলাদেশ বেতারের মহাপরিচালক হোসেনে আরা তালুকদার, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক স. ম. গোলাম কিবরিয়া, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের একজন উপযুক্ত প্রতিনিধি; তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের একজন উপযুক্ত প্রতিনিধি; বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের একজন উপযুক্ত প্রতিনিধি; অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ সহ-সভাপতি মোজাম্মেল হক বাবু, অভিনয়শিল্পী তারিক আনাম খান,  চলচ্চিত্র পরিচালক অমিতাভ রেজা চৌধুরী,  নির্মাতা পিপলু আর খান, ডিরেক্টরস গিল্ডের সভাপতি অথবা সাধারণ সম্পাদক বা মনোনীত প্রতিনিধি এবং ব্রডকাস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অথবা সাধারণ সম্পাদক বা মনোনীত প্রতিনিধি।

চলতি বছরের জুনে ওটিটি প্লাটফর্ম বিনজের তিনটি ওয়েব সিরিজ ‘বুমেরাং’, ‘আগস্ট ১৪’ ও ‘সদরঘাটের টাইগার’ নিয়ে বিতর্কের মধ্যে ওয়েব সিরিজের চরিত্র বিশ্লেষণে পক্ষে-বিপক্ষে যুক্তি-তর্কে শামিল হয়েছিলেন নির্মাতারাও।

সৈয়দ হাসান ইমাম, মামুনুর রশীদ, আফজাল হোসেন, আলী যাকের, আসাদুজ্জামান নূর, মাসুম রেজাসহ ৮০ ব্যক্তিত্ব পাল্টা বিবৃতিতে ওয়েব প্লাটফর্মে ‘কুরুচিপূর্ণ কনটেন্ট’ পরিবেশনের অভিযোগ তুলেছিলেন।

তার বিপরীতে মোরশেদুল ইসলাম, অমিতাভ রেজা, অনিমেষ আইচসহ ১১৭ নির্মাতা ওয়েব সিরিজের পক্ষে নিজেদের অবস্থান জানিয়ে গণমাধ্যমে বিবৃতি দিয়েছিলেন।

নির্মাতাদের মধ্যে বিভক্তির মধ্যে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে ওটিটি নীতিমালার প্রস্তাব দিয়েছিলেন দুই পক্ষের নির্মাতারা; পরবর্তীতে দুই পক্ষের নির্মাতাদের সঙ্গে আলোচনা করেই নীতিমালা প্রণয়নেরর সিদ্ধান্তে এসেছে সরকার।