ক্যাটাগরি

কোভিড-১৯: পারটেক্স গ্রুপের এম এ হাশেম ‘সংকটাপন্ন’

৭৮ বছর বয়সী হাশেমকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

হাশেমের বড় ছেলে আজিজ আল কায়সার টিটো বুধবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাবার অবস্থা সংকটাপন্ন। বাবাকে নিয়ে গুজব ছড়িয়েছে। এটা ঠিক নয়। বাবা বেঁচে আছেন।

“আমি দেশবাসীর কাছে বাবার জন্য দোয়া চাইছি।”

গত ১১ ডিসেম্বর কারোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হওয়ার পর এম এ হাশেমকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে ১৬ ডিসেম্বর থেকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

ব্যবসায়ী এম এ হাশেম ২০০১ সালের জাতীয় নির্বাচনে নোয়াখালীর বেগমগঞ্জ আসন থেকে ধানের শীষের প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে বিএনপির রাজনীতি থেকে সরে আসার ঘোষণা দেন তিনি।