বুধবার
সকাল ১১টা থেকে উপজেলা পরিষদের সামনের সড়কে উপজেলা আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের
নেতাকর্মীরা ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করেন।
এ কর্মসূচিতে
বক্তরা বীর মুক্তিযোদ্ধা এস এম হুমায়ুন কবিরের উপর হামলার প্রতিবাদ জানিয়ে দোষীদের
গ্রেপ্তারে দাবি জানান।
গত ১৪ ডিসেম্বর
সন্ধ্যায় ঢাকার সংসদ ভবন এলাকা থেকে হুমায়ুন কবিরকে তুলে নিয়ে বেদম মারপিট করে কেরানীগঞ্জের
আটি বাজার এলাকায় ফেলে রেখে যায় দুর্বত্তরা।
আহত হুমায়ুন
কবির ঢাকার সমরিতা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মানববন্ধনে
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাবেক পৌর মেয়র এইচএম অহিদুল ইসলাম,
ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক হাওলাদার, সাবেক ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা,
জেলা পরিষদ সদস্য মাজাহারুল আলম পান্না, সরকারি শেখ রাসেল কলেজের অধ্যক্ষ রবীন্দ্রনাথ
বাড়ৈ, কাজী মন্টু কলেজের অধ্যক্ষ বিমলেন্দু সরকার, ইউপি চেয়ারম্যান ভীম চন্দ্র বাড়ৈ,
হান্নান শেখ, শিক্ষক হাবিবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক নারায়ণ চন্দ্র
দাম, যুগ্মআহ্বায়ক বাবলু হাজরা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বাবুল হাজরা, যুবলীগ
নেতা মাসুদ রানা, উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মুন, কলেজ ছাত্রলীগের সভাপতি
স্বপন তালুকদার বক্তব্য দেন।