ক্যাটাগরি

পুলিশ পরিচয়ে রিকশা চালকদের সঙ্গে ‘প্রতারণা’, যুবককে ধরিয়ে দিল জনতা

মো. ইমরান নামের ৩২ বছর বয়সী ওই যুবক এভাবে
প্রতারণা চালিয়ে আসার কথা পুলিশের জিজ্ঞাসাবাদের ‘স্বীকার করেছেন’ বলে চট্টগ্রামের
কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন জানিয়েছেন।

ইমরানের আরেক নাম গিয়াস উদ্দিন, রাঙ্গুনিয়া
উপজেলার লিচু বাগান দোভাষী পাড়ায় তার বাড়ি। চট্টগ্রাম শহরে তিনি একটি পোশাক কারখানায়
চাকরি করেন বলে পুলিশের কাছে দাবি করেছেন।

ওসি মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,
“ইমরান টার্গেট করত রিকশা চালকদের। সন্ধ্যার পর রিকশা ভাড়া করত গোয়েন্দা পুলিশ পরিচয়ে।
বিভিন্ন স্থানে ঘুরে ফিরে ভাড়াতো দিতই না, বরং রিকশা চালকের সারাদিন রোজগারের টাকা,
মোবাইল হাতিয়ে নিয়ে সটকে পড়ত।”

এভাবে প্রতারণার শিকার এক রিকশা চালক মঙ্গলবার
রাতে নন্দনকানন এলাকায় স্থানীয়দের সহায়তায় ইমরানকে ধরে ফেলে। পরে তাকে পুলিশে সোপর্দ
করা হয়।

ওসি মহসিন জানান, গত ১০ ডিসেম্বর রফিকুল
ইসলাম নামের ওই চালকের রিকশা ভাড়া করেন ইমরান। ডিবি পুলিশের কর্মকর্তা পরিচয় দিয়ে বলেন,
ডিউটি করার জন্য তিনি রিকশায় করে ঘুরবেন।

প্রায় চার ঘণ্টা ঘোরার পর তিন পুলের মাথায়
গিয়ে মোবাইলের ব্যালেন্স শেষ হয়ে যাওয়ার কথা বলে রফিকুলের ফোন চেয়ে নেন ইমরান। পরে
মোবাইলে কথা বলার ফাঁকে কৌশলে সটকে পড়েন।

ওসি বলেন, “রফিকুল মঙ্গলবার রাতে ইমরানকে
দেখে পথচারীদের সহায়তা নিয়ে তাকে ধরে ফেলে। পথচারীরা মারধর শুরু করলে পুলিশ গিয়ে ইমরানকে
থানায় নিয়ে আসে।”

এ ঘটনায় রফিকুল কোতোয়ালি থানায় ইমরানের বিরুদ্ধে
একটি মামলা করেছেন বলে জানান পুলিশ কর্মকর্তা মহসিন।  

তিনি বলেন, “ইমরান নিজেকে পুলিশ পরিচয় দিয়ে
রিকশা ভাড়া করত কারণ, তাতে ভয় পাবে রিকশা চালক। ছিনতাই করার পর কোনো প্রতিবাদ করবে
না। আর রিকশা চালক যদি অভিযোগ করে, তাহলেও পুলিশ বিশ্বাস করবে না। এই ধারণা থেকে ইমরান
প্রতারণার এ কৌশল বেছে নিয়েছে।”