মঙ্গলবার দুপুরে ঢাকার গণস্বাস্থ্য নগর হাসপাতালে কোভিড-১৯
রোগীদের জন্য নির্ধারিত এইচডিইউ ইউনিটে তাকে ভর্তি করা হয়েছে বলে হাসপাতালের গণমাধ্যম
উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু জানিয়েছেন।
চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলেছেন, ফরহাদ মজহারের শারীরিক
অবস্থা ‘স্থিতিশীল’ রয়েছে।
নির্মাতা মোহাম্মদ রুমেল ফেইসবুকে জানিয়েছেন, গত ১১ ডিসেম্বর
থেকে ফরহাদ মজহারের জ্বর ছিল। পরে তার করোনাভাইরাস ধরা পড়ে।
১৯৪৭ সালে নোয়াখালীতে জন্ম নেওয়া ফরহাদ মজহার ঢাকা বিশ্ববিদ্যালয়ের
ফার্মেসিতে স্নাতক শেষ করে পরে যুক্তরাষ্ট্রের দ্য নিউ স্কুল ফর সোশাল রিসার্চ থেকে
অর্থশাস্ত্রে উচ্চতর ডিগ্রি নেন।
পত্রপত্রিকায় রাজনৈতিক বিশ্লেষণ লেখার পাশাপাশি তিনি গদ্য
ও কবিতায় স্বকীয় অবস্থান তৈরি করেছেন। পাশাপাশি অনুবাদও তিনি করেন।
‘চিন্তা’ পত্রিকার সম্পাদনার পাশাপাশি তিনি উবিনীগ নামে
একটি এনজিও গঠন করে পরিবেশবাদী আন্দোলনেও যুক্ত। অনেকে তাকে ‘ডান ধারার’ অধিকার কর্মী
হিসেবে বিবেচনা করেন।
২০১৭ সালের জুলাই মাসে ফরহাদ মজহারকে অপহরণের অভিযোগ আনে
তার পরিবার। পরে তদন্ত শেষে পুলিশের পক্ষ থেকে বলা হয়, ফরহাদ মজহারের অন্তর্ধানের ঘটনাটি
ছিল ‘সাজানো’।