বাহাদুর নামে ওই দালালকে মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইন্সটিটিউট থেকে ধরা হয় বলে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের জুনিয়র কমিউনিকেশন কনসালটেন্ট মো. শফিক জানিয়েছেন।
তিনি বলেন, জাতীয় পরিচয়পত্র সংশোধনের মাধ্যমে বয়স ১০ বছর বয়স কমিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে বাহাদুর একজনের কাছ থেকে লাখ টাকা নিয়েছিল।
“চাকরি স্থায়ীকরণের ক্ষেত্রে এনআইডিতে বয়স সংক্রান্ত জটিলতা সংশোধনের জন্য ওই আবেদনকারী তার সহকর্মীর পরামর্শে বাহাদুরের কাছে আসে। দেড় লাখ টাকার বিনিময়ে এনআইডি সংশোধন করিয়ে দেওয়ার আশ্বাস দেয় বাহাদুর। এক লাখ ৫ হাজার টাকা আগাম নেয়।”
এরপর নানাভাবে তদবির করে ব্যর্থ হয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ মহাপরিচালক বরাবর আবেদন করতে এসে বাহাদুর ধরা পড়েন বলে জানান শফিক।
বাহাদুর পটুয়াখালী জেলার দক্ষিণ বিঘাইর গ্রামের বাসিন্দা।