ক্যাটাগরি

ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আহ্বান সেক্টর কমান্ডারস ফোরামের

একই
সঙ্গে যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের বিরোধিতা
ও তা ভাঙার মতো অপরাধ করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তিও চেয়েছে সংগঠনটি।

বুধবার
ঢাকার সিদ্ধেশ্বরীতে ফোরামের নতুন কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির সভায় এই দাবি জানিয়ে
প্রস্তাব গ্রহণ করা হয়।

সর্বসম্মত
এই প্রস্তাবে বলা হয়, “বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকালেও যারা জাতির পিতার প্রতি
অশ্রদ্ধা দেখায়, পবিত্র ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্যবিরোধী বক্তব্য
প্রদান করে, এমনকি ভাস্কর্য ভাঙার মতো ঔদ্ধত্য দেখায়; তারা  বাঙালি জাতির মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের সংবিধানের চরম শত্রু। এদের দমন করা সময়ের
জরুরি দাবি।

“রাষ্ট্রবিরোধী
চিহ্নিত ধর্ম ব্যবসায়ীদের ঔদ্ধত্যের বিরুদ্ধে অবিলম্বে আইনি ব্যবস্থা ও একই সঙ্গে সামাজিক
প্রতিরোধ গড়ে তোলা  উচিৎ।”

ফোরামের
কার্যনির্বাহী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুল আলমের সভাপতিত্বে সভায় প্রয়াত
মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ও ফোরামের ভাইস চেয়ারম্যান বীর উত্তম অবসরপ্রাপ্ত মেজর
জেনারেল সি আর দত্ত, সেক্টর কমান্ডার ও সংগঠনের ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট
কর্নেল আবু ওসমান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ও ফোরামের সহ সভাপতি আনোয়ার উল আলম শহীদ,
বীর মুক্তিযোদ্ধা ও ফোরামের সহ সাংগঠনিক সম্পাদক ছাইদুজ্জামান তারা এবং ফোরামের আইনবিষয়ক
সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান শওকতের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।

সভা
শেষে জানানো হয়েছে, প্রয়াত সেক্টর কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে পরবর্তীতে
আনুষ্ঠানিক স্মরণসভার আয়োজন করা হবে।

সভায়
অন্য এক প্রস্তাবে গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই বাছাইয়ের নামে   সরকার স্বীকৃত ভারতীয় তালিকা ও মুক্তিবার্তা লাল
বইয়ের তালিকাভুক্ত বীর মুক্তিযোদ্ধাদের যেন কোনোভাবেই হয়রানির শিকার না করা হয়, সে
জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানানো হয়েছে। 

“চলতি
যাচাই বাছাই প্রক্রিয়ায় এরই মধ্যে বহু বীর মুক্তিযোদ্ধার নাম অন্তর্ভুক্ত না হওয়ায়
দেশের বহু জায়গা থেকে মুক্তিযোদ্ধাগণ ক্ষোভ প্রকাশ করেছেন এবং প্রতিবাদ জানিয়েছেন।
মন্ত্রণালয় এ ব্যাপারে চূড়ান্ত সতর্কতা অবলম্বন করবে বলে সভা আশা করে।”

সভায়
জাতির পিতার জন্মশতবার্ষিকীতে ফোরামের বিশেষ প্রকাশনা ‘মুজিব জন্মশতবর্ষ স্মারকগ্রন্থ’র
আনুষ্ঠানিক প্রকাশনা অনুষ্ঠান করারও সিদ্ধান্ত হয়।

সভায়
যোগ দিয়েছিলেন সেক্টর কমান্ডারস ফোরামের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা হারুন হাবীব,
যুগ্ম মহাসচিব শাহজাহান মৃধা বেনু, কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা ডা. মনসুর আহমদ, দপ্তর
সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বখতিয়ার উদ্দিন চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কামাল
উদ্দিন, কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক নুরুজ্জামান, বীর
মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন, নারী বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বুলবুল
মহলানবীশসহ অন্যরা।