ক্যাটাগরি

পদোন্নতির দাবিতে গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মানববন্ধন

বুধবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের
আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সামনে এ
মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে শিক্ষক সমিতির সাধারণ
সম্পাদক মো. রকিবুল ইসলামের সঞ্চালনায় ও সমিতির সভাপতি ড. হাসিবুর রহমানের
সভাপতিত্বে বিভিন্ন বিভাগের শিক্ষকরা
বক্তব্য রাখেন।

এ সময় বক্তরা বলেন, প্রাপ্যতার তারিখ
থেকে আর্থিক সুবিধাসহ পদোন্নতি হচ্ছে না। দীর্ঘদিন ধরে পদোন্নতি বঞ্চিত শিক্ষকদের
আপগ্রেডেশন নিয়ে টালবাহানা ও অহেতুক সময় ক্ষেপণ চলছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের
সাথে এটি অন্যায় করা হচ্ছে।

এ সমস্যা দ্রুত সমাধানের দাবিও জানান শিক্ষকেরা।

মানববন্ধন শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ১৫০ জনের বেশি শিক্ষকদের পদোন্নতি দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় আর্থিকভাবে
মাসিক প্রায় ২৫ লক্ষ টাকা ক্ষতির শিকার হচ্ছেন তারা।

পদোন্নতির দাবিতে আগামী ২৭ ডিসেম্বর থেকে
৩১ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন বেলা ১২টা থেকে এক ঘণ্টা
করে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে শিক্ষকরা অবস্থান কর্মসূচি
পালন করবেন বলেও সেখানে জানানো হয়।