শাহাজান আলী ঝন্টু (৩৫) নামে
এক ব্যক্তিকে উপজেলার সিঅ্যান্ডবি বাজার এলাকার
মডার্ন হারবাল সেলুন থেকে গ্রেপ্তার করা হয়।
ঝন্টু বেড়া পৌরসভার শালিকাপাড়ার মোসলেম মোল্লার
ছেলে।
মডার্ন হারবাল সেলুনের
শ্রমিক খাইরুল ইসলাম বলেন, বুধবার সন্ধ্যায় ঝন্টু তার সেলুনে শেভ করাতে আসেন। তার মুখে শেভিং ক্রিম লাগানোর পর
বেড়া থানার এসআই আব্দুল বারেকসহ কয়েকজন পুলিশ
সদস্য
এসে শেভ করা বন্ধ করতে বলেন। মুখ ধুয়ে দিলে পুলিশ তাকে নিয়ে যায়।
“এ সময় পুলিশ তাকে তল্লাশি
করেনি। তার কাছে মাদক রয়েছে বা
তাকে
সন্দেহভাজন বলেও দাবি করেনি
পুলিশ। পরে শুনছি তার কাছে নাকি ৫০টি ইয়াবা পাওয়া গেছে।”
ওই এলাকার ফারুক হোসেন ও সাইফুল ইসলাম
নামে দুই ব্যক্তি নিজেদের ঘটনার প্রত্যক্ষদর্শী দাবি করে বলেন, ঝন্টুকে আটক করতে দেখে তারা এগিয়ে যান। মুহূর্তের মধ্যে তাকে হাতকড়া লাগিয়ে ধরে নিয়ে যায়
পুলিশ।
“আমাদের সামনে তার কাছে কোনো মাদক পায়নি পুলিশ। ঝন্টু মাদক ব্যবসায়ী বা সেবনকারী কোনোটিই নয়। তাকে থানায় নিয়ে মাদক দিয়ে ফাঁসানো হয়েছে।”
তবে এসআই আব্দুল বারেক দাবি
করেন, “ঝন্টুকে তল্লাশি করে তার কাছে ৫০টি ইয়াবা পাওয়ায় তাকে আটক করা হয়েছে।
গোপন
সংবাদের ভিত্তিতে অভিযানের সময় তল্লাশি চালিয়ে তার কাছে মাদক পাওয়া গেছে।”
জেলার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বলেন, “মাদক দিয়ে ফাঁসানোর ঘটনা সম্পর্কে জানা নেই। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।”