নতুন করে করোনা ভাইরাসের বিস্তারের কারণে ওমানে নিষেধাজ্ঞার মুখে মাস্কাট ফ্লাইট বাতিল করেছে বিমান।
মঙ্গলবার থেকে এক সপ্তাহের জন্য মাস্কাটগামী সকল ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার উপমহাব্যবস্থাপক তাহেরা খন্দকার।
করোনা মহামারির মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সপ্তাহে ঢাকা থেকে মাস্কাটে দুটি এবং চট্টগ্রাম থেকে মাস্কাটে দুটি ফ্লাইট পরিচালনা করত।
যুক্তরাজ্যসহ কয়েকটি দেশে ভাইরাসের নতুন ধরন দ্রুত বিস্তার ঘটায় বিমান চলাচলে আগের নিষেধাজ্ঞা পুনরায় ফেরত আনছে বিভিন্ন দেশ।
ইত্তেফাক/জেডএইচ