বৃহস্পতিবার সকালে
বাঁশখালী-আনোয়ারা সড়কের কালাবিবি দিঘীর পাড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন-
মাহমুদুল হক (২৩), মো. ইব্রাহিম (২৬) ও জাহেদ হোসাইন (২৫)। তাদের সবার বাড়ি কক্সবাজারের
টেকনাফ উপজেলায়।
গ্রেপ্তারদের মাহমুদুল
টেকনাফ কলেজের বিবিএস এবং জাহেদ এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। আর ইব্রাহীম কৃষি
কাজ করেন বলে পুলিশ জানিয়েছে।
চট্টগ্রামের পুলিশ
সুপার এসএম রশিদুল হক দুপুরে জেলা পুলিশ লাইনে সংবাদ সম্মেলনে বলেন, “সকালে পটিয়া ও
আনোয়ারা থানা পুলিশ যৌথ তল্লাশী চৌকি বসায় বাঁশখালী-আনোয়ারা সড়কের কালাবিবি দিঘীর পাড়
এলাকায়। এসময় দুইটি মোটর সাইকেলে করে আসা তিন যুবককে থামার সংকেত দিলে তারা মোটর সাইকেল
ফেলে পালানোর চেষ্টা করে।
“ধাওয়া করে তাদের ধরে
সঙ্গে থাকা ব্যাগ তল্লাশী করে এক লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।”
এসপি রশিদুল বলেন,
“প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে তিন লাখ টাকার চুক্তিতে তারা ইয়াবাগুলো টেকনাফ
থেকে চট্টগ্রামে নিয়ে এসেছে।”
তবে কার কাছে নিয়ে
এসেছে সে বিষয়ে কোনো তথ্য না দিয়ে পুলিশ সুপার বলেন, গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ করা
হচ্ছে। এখনও তাদের কাছ থেকে বিস্তারিত জানা যায়নি।