ক্যাটাগরি

ভাওয়াল এস্টেটের ‘৩৫৬ একর জমি বেদখলে’

বৃহস্পতিবার
সংসদ ভবনে অনুষ্ঠিত ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে মন্ত্রণালয় উপস্থাপিত
প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কমিটি
পরবর্তী বৈঠকে দখলদারদের পূর্ণাঙ্গ তালিকা দিতে বলেছে।

মন্ত্রণালয়য়ের
প্রতিবেদন বলছে, সিএস রেকর্ড অনুযায়ী ভাওয়াল এস্টেটের মোট সম্পত্তির পরিমাণ ৩০ হাজার
৪২০ দশমিক ৯২৪১ একর। এর মধ্যে ঢাকা মহানগরীতে এক হাজার ৩৫ দশমিক ৫৩২১ একর, সাভারে ৪৮
দশমিক ৭৮ একর, কেরাণীগঞ্জে ১৫২ দশমিক ৯১ একর, নারায়ণগঞ্জে ২২ দশমিক ২৩ একর, ময়মনসিংহে
শূন্য দশমিক ১৩ একর এবং গাজীপুরে ২৯ হাজার ১৬১ দশমিক ৩৪২০ একর।

এই
জমির মধ্যে জমিদারদের খাস দখলে ১৪১ দশমিক ৮৪ একর বাদে ৩০ হাজার ২৭৯ দশমিক শূন্য ৭৮০
একর জমির মধ্যে গাজীপুরের প্রায় ২৪ হাজার একর ভূমি বন বিভাগের নামে রেকর্ডভুক্ত হয়ে
তাদের দখলে রয়েছে।

অবিশষ্ট
ছয় হাজার ২৯৯ দশমিক ৬৩৮৫ একর জমি এসএ এবং আরএস রেকর্ডীয় ব্যক্তি ১ নম্বর খাস খতিয়ানে
এবং সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নামে রেকর্ডভুক্ত ও দখলে রয়েছে।

এদিকে
সিএস রেকর্ডে ভাওয়াল এস্টেটের জমি ৩০ হাজার ৪২১ একর হলেও সর্বশেষ রেকর্ড অনুযায়ী (গাজীপুরে
আরএস, ঢাকায় সিটি জরিপ) রেকর্ডীয় জমির পরিমাণ ৫১২ দশমিক ৮০২৫ একর।

এর
মধ্যে ঢাকা জেলায় ৩৭৩ দশমিক ২৬ একর এবং গাজীপুরে ১৩৯ দশমিক ৫৪ একর। এর বাইরে একসনা
লিজের মাধ্যমে এবং সরাসরি দখলীয় জমির পরিমাণ ১২১ দশমিক ২৭ একর।

ভাওয়াল
এস্টেটের এক হাজার ৬৪০ দশমিক ৬৮০৫ একর জমি ১৩ হাজার ৪৩৩ ব্যক্তি/প্রতিষ্ঠানকে লিজ দেওয়া
হয়েছে। এর থেকে বার্ষিক আয় হয় চার কোটি ৮০ লাখ ৩৬ হাজার ৭৩৩ টাকা।

ভাওয়াল
এস্টেটের জমির মধ্যে কোন কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে কী পরিমাণ রেকর্ড হয়েছে
তা সংসদীয় কমিটির পরবর্তী বৈঠকে উপস্থাপন করার জন্য বলা হয়েছে।


বিষয়ে জানতে চাইলে কমিটির সদস্য আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিষয়টি
নিয়ে আলোচনা চলমান। কমিটি আরও কিছু তথ্য চেয়েছে। সেগুলো পেলে বিস্তারিত আলোচনা করা
হবে।”

এর
আগে গত ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে ভাওয়াল এস্টেটের অবৈধ দখলকারদের
পূর্ণাঙ্গ তালিকা চাওয়া হয়েছিল।

ওই
বৈঠকে এস্টেটের জমির পরিমাণ নির্ধারণ ও তা দ্রুত উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ারও
সুপারিশ করা হয়। এছাড়া ওইসব জমির উপর আদালতে চলমান মামলাগুলো গুরুত্ব বিবেচনা করে তা
দ্রুত নিষ্পত্তি করার সুপারিশ করা হয়।

কমিটির
সভাপতি সভাপতি মো. মকবুল হোসেনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ভূমিমন্ত্রী সাইফুজ্জামান
চৌধুরী, মনোরঞ্জন শীল গোপাল, মো. শাহজাহান মিয়া, আনোয়ারুল আজীম আনার, নেছার আহমদ, উম্মে
ফাতেমা নাজমা বেগম এবং আমিনুল ইসলাম অংশ নেন।