ক্যাটাগরি

কোভিড রোগীর হাতে কোভিড রোগী খুন

লস অ্যাঞ্জেলেসের পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার অ্যান্টেলোপ ভ্যালি হাসপাতালের একটি কক্ষে ৩৭ বছর বয়সী এবং ৮২ বছর বয়সী দুই করোনাভাইরাস রোগী চিকিৎসা নিচ্ছিলেন।

তারা একে অপরের পূর্ব পরিচিতও ছিলেন না। কিন্তু, বয়স্ক কোভিড রোগী কমবয়সী রোগী জেসে মার্টিনেজের হাতে খুন হয়েছেন।

পুলিশের বিবৃতি তুলে ধরে বিবিসি জানিয়েছে, হাসপাতাল কক্ষে বৃদ্ধ ওই রোগী প্রার্থনা শুরু করলে বয়সে তরুণ জেসে মার্টিনেজ পেছন থেকে অক্সিজেন ট্যাংক দিয়ে তাকে আঘাত করেন।

গুরুতর আঘাত নিয়ে চিকিৎসাধীন অবস্থায় পরদিন বৃদ্ধ রোগীটি মারা যান। আর মার্টিনেজকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে হত্যা, বৃদ্ধ নিপীড়ন এবং ঘৃণা ছড়ানোর অপরাধের অভিযোগ আনা হয়েছে।

করোনাভাইরাস মোকাবিলায় হিমশিম খাচ্ছে ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষ। গত মাত্র ছয় সপ্তাহে সেখানে নতুন ১০ লাখ মানুষের কোভিড শনাক্তের রেকর্ড হয়েছে।

মহামারীর শুরু থেকে এখন পর্যন্ত রাজ্যটিতে মোট ভাইরাস শনাক্তের সংখ্যা ২০ লাখেরও বেশি। হাসপাতালগুলোতেও দেখা দিয়েছে শয্যা সংকট।