ক্যাটাগরি

চুক্তিতে স্বাস্থ্য শিক্ষার সচিব থাকছেন আলী নূর

আলী নূরের অবসরোত্তর ছুটি (পিআরএল) স্থগিতের শর্তে তাকে
আগামী ৫ জানুয়ারি অথবা যোগদানের তারিখ থেকে চুক্তিতে নিয়োগ দিয়ে বৃহস্পতিবার আদেশ জারি
করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আলী নূরকে আগামী ৪ জানুয়ারি থেকে অবসরে পাঠিয়ে বৃহস্পতিবার
আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এরপর তার পিআরএল স্থগিত করে তাকে চুক্তিতে নিয়োগ
দেওয়া হয়।

২০১৯ সালের গত ৩১ ডিসেম্বর স্বাস্থ্য শিক্ষা ও পরিবার
কল্যাণ বিভাগের সচিব হিসেবে যোগ দেওয়া আলী নূর এর আগে সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল
ইউনিটের (সিপিটিইউ) মহাপরিচালকের দায়িত্বে ছিলেন।

১৯৮৬ সালের বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা
১৯৮৯ সালে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে সরকারি চাকরিতে
যোগ দেন।

সরকারি কর্ম কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার),
মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির পরিচালক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে যুগ্ম-সচিব,
সমাজকল্যাণ মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিবের দায়িত্বেও ছিলেন তিনি।