তিউনিসিয়ার এক নিরাপত্তা কর্মকর্তা বৃহস্পতিবার এ দুর্ঘটনার খবর জানিয়েছেন। তিনি বলেন, উপকূলরক্ষীরা ৫ জনকে উদ্ধার করেছে এবং নিখোঁজ প্রায় ২০ জনের সন্ধান করছে।
আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যে সংঘাত, দারিদ্র থেকে বাঁচতে উন্নত জীবনের আশায় বহু মানুষই তিউনিসিয়ার বন্দরনগরী সফ্যাক্সে কাছের উপকূল থেকে ইউরোপের পথে পাড়ি জমায়।
তিউনিসিয়ার নিরাপত্তা কর্মকর্তা আলি আইয়ারি বলেন, সফ্যাক্স উপকূল থেকে প্রায় ছয়মাইল দূরে নৌকাটি ডুবে যায়। ২০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অন্য আরও ৫ জনকেও উদ্ধার করা হয়েছে।
তারা সবাই সব সাহারা আফ্রিকার মানুষ। নৌকাটি ডুবে যাওয়ার সময় তাতে প্রায় ৪৫ জন আরোহী ছিল বলে জানিয়েছেন আলি।