সিরিজের প্রথম টেস্টে নিজেদের
ইতিহাসের সর্বনিম্ন রানে গুটিয়ে যাওয়ার পর ঘুরে দাঁড়ানোর পথ খুঁজছে ভারত। দ্বিতীয় টেস্ট
শুরুর আগে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ল্যাঙ্গারকে প্রশ্ন করা হলো, ভারতীয় কোচ রবি শাস্ত্রির
জায়গায় তিনি থাকলে এখন কী করতেন।
ল্যাঙ্গার বললেন, এই অবস্থায়
তিনি নিজেকে আর দেখতে চান না।
“ এটা নিয়ে আমার মাথাব্যথা
নেই (ভারতকে কী করতে হবে)। এসব চাপে আমাকে কম থাকতে হয়নি…! প্রতিপক্ষের প্রতি আমার
সহানুভূতি আছে, আমি জানি এই অবস্থায় কেমন লাগে। তবে ভারত যদি চাপে থাকে, আমি খুশি যে
তারা এই অবস্থায় আছে, আমরা নই।”
এই বিধ্বস্ত অবস্থা থেকে ভারতের
ফিরে আসা আরও কঠিন হয়ে উঠছে দলের সেরা ক্রিকেটারদের দুজন না থাকায়। ছুটির কারণে সিরিজের
বাকিটায় থাকছেন না অধিনায়ক বিরাট কোহলি, চোটের কারণে পেসার মোহাম্মদ শামি। এই সুযোগ
কাজে লাগিয়ে ভারপ্রাপ্ত অধিনায়ক অজিঙ্কা রাহানেকে চাপে রাখতে চান ল্যাঙ্গার।
“ প্রথম দিনে আমাদের শুরুটা
দারুণ করতে হবে এবং রাহানের ওপর চাপ সৃষ্টি করতে হবে, কারণ সিরিজে সে ভারতের নতুন অধিনায়ক।
আমাদের প্রক্রিয়ায় বদল আসবে না। যে কোনো দলের সেরা ক্রিকেটাররা থাকলে দল খর্বশক্তির
হয়ে যায় এবং সেটিই বাস্তবতা।”
শনিবার থেকে শুরু বোর্ডার-গাভাস্কার
সিরিজের দ্বিতীয় টেস্ট।