ক্যাটাগরি

যুক্তরাজ্যের ফ্লাইট এখনই বন্ধ হচ্ছে না: বিমান প্রতিমন্ত্রী

তিনি বলেছেন, “পরবর্তী সিদ্ধান্ত
না আসা পর্যন্ত আপাতত যুক্তরাজ্যের সাথে বিমান যোগাযোগ চালু থাকবে, তবে ভবিষ্যতে
প্রয়োজন হলে তা বন্ধ করা হবে।”

বৃহস্পতিবার হজরত শাহজালাল
আন্তর্জাতিক বিমানবন্দরে অনুষ্ঠিত ‘নিরাপত্তা মহড়া-২০২০’ এ প্রধান অতিথির বক্তব্যে
তিনি একথা বলেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

করোনাভাইরাস
মহামারীর এক বছর পেরিয়ে আসার পর যুক্তরাজ্যে ভাইরাসটির নতুন একটি ধরন শনাক্ত হওয়ার
পর বিভিন্ন দেশ দেশটির সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করে দিয়েছে। সৌদি আরবসহ কয়েকটি
দেশ সব আন্তর্জাতিক ফ্লাইটই বন্ধ করে দিয়েছে।

এই পরিস্থিতিতে দেশে সংক্রমণ এড়াতে যুক্তরাজ্যসহ সব দেশের বিমানের ফ্লাইট বন্ধের
দাবি জানিয়েছে বিএনপি।

বিমান চলাচল বন্ধের দাবি বিএনপির

যুক্তরাজ্যের ফ্লাইট: পরিস্থিতি ‘পর্যবেক্ষণ করছে’ সরকার
 

করোনাভাইরাসের ‘নতুন ধরনের’ খবর নিয়ে আতঙ্ক নয়: বিসিএসআইআর
 

বিমান চলাচল এখনও বন্ধের পথে না হাঁটলেও পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ তিন মন্ত্রণালয়ের
সঙ্গে আলোচনা চলছে বলে জানান প্রতিমন্ত্রী
মাহবুব।

তিনি বলেন, “যুক্তরাজ্যের কোভিড-১৯
পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, স্বাস্থ্য,
স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়সহ রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত বিষয়টি নিয়ে
গভীরভাবে চিন্তাভাবনা করছেন।”

বিমানসহ বিভিন্ন এয়ারলাইন্সের মাধ্যমে
যুক্তরাজ্য হতে আগত যাত্রীদের আলাদাভাবে বিমানবন্দরে পরীক্ষার কথা বলেন তিনি।

“কোভিড নেগেটিভ সনদ থাকলেও সন্দেহভাজন
যাত্রীদের কোয়ারেন্টিইনে নিয়ে সেখানে পুনরায় কোভিড-১৯ পরীক্ষা ও গভীর পর্যবেক্ষণ করা
হচ্ছে।”

আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের
বিধি অনুযায়ী প্রতি দুই বছর পর পর বিমানবন্দরগুলোর নিরাপত্তা মহড়া আয়োজনের বাধ্যবাধকতা
থেকে বৃহস্পতিবারের আয়োজনটি হয়।

শাহজালাল বিমানবন্দরের পরিচালক গ্রুপ
ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদুল আহসানের পরিচালনায় নিরাপত্তা মহড়ায় বাংলাদেশ বেসামরিক বিমান
চলাচল কর্তৃপক্ষ, এভিয়েশন সিকিউরিটি ফোর্স, বিমানবাহিনী, সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব,
এপিবিএন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স,  স্বাস্থ্য বিভাগসহ বিমানবন্দরে কর্মরত অন্যান্য
সংস্থা এতে অংশ নেয়।

মাহবুব আলী বলেন, “বিমানবন্দরের নিরাপত্তা
নিয়ে কোনো আপস নয়। বিমানবন্দরে নিরাপত্তার সাথে দেশের ভাবমূর্তি জড়িত। বিমানবন্দরে
কর্মরত সকল সংস্থার কর্মীদের বিমানবন্দর ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে আন্তরিকভাবে
কাজ করতে হবে। বিমানবন্দরের নিরাপত্তায় বিঘ্ন সৃষ্টির চেষ্টাকারীকে কোনো প্রকার ছাড়
প্রদান করা হবে না।”

বর্তমানে শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা
ব্যবস্থা আগের যে কোনো সময়ের চেয়ে ভালো বলে দাবি করেন তিনি।

নিরাপত্তা মহড়ায় উপস্থিত ছিলেন বাংলাদেশ
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান মফিদুর রহমান, বিমানবাহিনীর সহকারী
প্রধান এয়ার ভাইস মার্শাল আবুল বাশার, বিমান বাহিনীর বঙ্গবন্ধু ঘাঁটির এয়ার অধিনায়ক
এয়ার ভাইস মার্শাল সাঈদ হোসেন।