ক্যাটাগরি

আইইউবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা পুরস্কৃত

এক সংবাদ
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত তিন দশক ধরে উচ্চ শিক্ষায় আইইউবির অর্জনের পেছনে নিরলস পরিশ্রম
এবং স্মরণীয় অবদান রাখার স্বীকৃতি হিসেবে বৃহস্পতিবার বিভিন্ন ক্যাটাগরিতে ৩৮ জন ব্যক্তি
ও ২৩টি ইউনিটকে পুরস্কার দেওয়া হয়েছে।

রাজধানীর
বসুন্ধরা আবাসিক এলাকায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পুরস্কারের
মানদণ্ডলো হল- চাকরির সময়কাল, উচ্চমানের পাঠদান, সাইটেশন সংখ্যা (গুগল স্কলার), উচ্চমানের
প্রকাশনা, মানসম্পন্ন শিক্ষার্থী পরিষেবা, কর্মকর্তা-কর্মচারীদের অসামান্য কর্মদক্ষতা
এবং কোভিড-১৯ মহামারীকালীন ব্যতিক্রমী সেবাদান।

পুরস্কারপ্রাপ্তদের
হাতে ক্রেস্ট, সনদ ও অন্যান্য প্রণোদনা তুলে দেওয়া হয়।

আইইউবির
ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এ মতিন চৌধুরী, ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মিলান পাগন
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

অন্যদের
মধ্যে আরও বক্তব্য দেন আইইউবির কোষাধ্যক্ষ খন্দকার মো. ইফতেখার হায়দার।