এশিয়ান টোব্যাকো নিমিটেড সেখানে
কারখানা
স্থাপনে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে
চুক্তি
সই করেছে বলে খবর শুনে বৃহস্পতিবার এক বিবৃতিতে
নিজেদের উদ্বেগের কথা জানায় সংগঠনটি।
প্রগতির জন্য জ্ঞান- প্রজ্ঞা বলছে, ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ অর্জনে যে অঙ্গীকার সরকার
করেছে,
এই চুক্তি তার বিপরীত অবস্থান।
বিবৃতিতে বলা হয়, “প্রধানমন্ত্রী তামাক ব্যবহারের ভয়াবহতা উপলব্ধি করে ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ অর্জনের ঘোষণা দিয়েছেন। এ অবস্থায় তামাক কোম্পানিকে উৎসাহিত করে তামাকমুক্ত বাংলাদেশ অর্জন কোনোভাবেই সম্ভব নয়।”
প্রজ্ঞা’র নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের
বলেন, “কেবল রপ্তানির উদ্দেশ্যে এই সিগারেট কারখানা স্থাপন করা হলেও দেশে তামাক চাষ এবং উৎপাদন দুটোই বেড়ে যাবে। ফলে তামাকপণ্য রপ্তানি বিশ্বকে নেতিবাচক বার্তা প্রদান করবে।”
প্রজ্ঞা জানায়, বাংলাদেশে প্রতিবছর ১ লাখ ২৬ হাজার মানুষ তামাক ব্যবহারের কারণে অকালে মারা যান।