ক্যাটাগরি

কোড ছাড়াই পাঁচ মিনিটে অ্যাপ বানানো যাবে গুগল প্ল্যাটফর্মে

প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদন বলছে, ব্লগ পোস্টে গুগল জানিয়েছে, অ্যাপশিটের কোডবিহীন অ্যাপ বানানোর প্ল্যাটফর্ম আপনাকে দ্রুত অ্যাপ বানিয়ে ডেটা সংগ্রহ করতে বা ডেটার সঙ্গে সংযোগ করে দিতে সহায়তা করবে৷

“অ্যাপশিট অ্যাপ্লিকেশনে গুগল ম্যাপস বসিয়ে আপনি সাধারণ একটি ভৌগলিক অবস্থানের অ্যাপ বানাতে পারবেন কয়েক মিনিটে৷”

প্রতিষ্ঠানটি আরও বলছে, অটোমেশন অ্যাপও অ্যাপশিটে বানাতে পারবেন গ্রাহক৷ “কাস্টমাইজেশনের একদম গভীরে ঢোকার আগে পরীক্ষা এবং যাচাইয়ের জন্য ওয়ার্কফ্লো ফাংশন থাকছে প্ল্যাটফর্মে৷”

প্ল্যাটফর্মটির সবচেয়ে জনপ্রিয় ব্যবহারগুলোর একটি ইনভেনটরি ব্যবস্থাপনা৷ এতে অ্যাপশিট ব্যবহারের পাশাপাশি প্ল্যাটফর্মটিতে কাজ শুরু করতে শিখতে পারবেন অ্যাপ নির্মাতারা৷ অনলাইন স্টোর বা বাসার ইনভেনটরি অ্যাপ বানানো যাবে সহজেই৷ এর জন্য কোনো কোডিং দক্ষতা লাগবে না৷

গুগল আরও বলছে, “গুগল ডকস থেকেই আপনি অ্যাপ বানাতে পারবেন৷” বিশ্বজুড়ে দুই লাখের বেশি অ্যাপ নির্মাতা আস্থা রাখছেন অ্যাপশিটের ওপর৷

প্ল্যাটফর্মটির জনপ্রিয় ব্যবহারের মধ্যে রয়েছে ইনভেনটরি ব্যবস্থাপনা, ফিল্ড ডেটা ক্যাপচার, যন্ত্রাংশ এবং নিরাপত্তা যাচাই, বহর ব্যবস্থাপনা, সম্পত্তি ব্যবস্থাপনাসহ আরও অনেক কিছু৷