হ্যাকিংয়ের শিকার হসপিটাল গ্রুপের রোগীর তালিকায় বেশ কিছু তারকাও রয়েছেন। প্রতিষ্ঠানটি র্যানসমওয়্যার হামলার কথা নিশ্চিত করেছে বলে প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
হামলার বিষয়ে তথ্য কমিশনারকে জানানো হয়েছে বলেও জানিয়েছে আক্রান্ত প্রতিষ্ঠান ‘হসপিটাল গ্রুপ’।
ডার্কনেট ওয়েব পেইজে রেভিল নামের হ্যাকার গ্রুপটি বলেছে, “গ্রাহকের অন্তরঙ্গ ছবি পুরোপুরি মনোরম কোনো দৃশ্য ছিলো না।”
রোগীর নয়শ’ গিগাবাইটের বেশি ছবি হাতিয়ে নেওয়ার দাবি করেছে হ্যাকার।
ট্রান্সফর্ম হসপিটাল গ্রুপ নামেও পরিচিত এই চেইনটি। ওজন কমানো এবং কসমেটিক সার্জারির জন্য যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ হাসপাতাল চেইন এটি। ১১টি ক্লিনিক রয়েছে এই প্রতিষ্ঠানের আওতায়।
পূর্বে তারকা রোগীর চিকিৎসার মাধ্যমে প্রচারণা চালিয়েছে হসপিটাল গ্রুপ। এরপর অনেক বছর এমনটা দেখা যায়নি।
বিবৃতিতে হসপিটাল গ্রুপ বলেছে, “আমরা নিশ্চিত করছি যে আমাদের আইটি ব্যবস্থা হ্যাকিংয়ের শিকার হয়েছে। এখন পর্যন্ত কোনো রোগীর লেনদেন কার্ডের তথ্য ফাঁস হয়নি , আমরা বুঝতে পারছি আমাদের কিছু রোগীর ব্যক্তিগত তথ্যে অনুপ্রবেশ হতে পারে।”
ইমেইলে সব গ্রাহককে সাইবার হামলার বিষয়টি জানিয়েছে ভুক্তভোগী প্রতিষ্ঠানটি। কোনো গ্রাহকের বেশি তথ্য বেহাত হলে তার সঙ্গে যোগাযোগ করা হবে বলেও জানিয়েছে তারা।
সাইবার হামলার এই ঘটনায় প্রতিষ্ঠানের কাছ থেকে হ্যাকাররা মুক্তিপণ দাবি করেছে কি না, তা এখনও স্পষ্ট নয়।