মেলবোর্নে শনিবার থেকে শুরু অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের দ্বিতীয় টেস্ট। তবে প্রথম টেস্টের রেশই কাটেনি এখনও। নিজেদের ইতিহাসে সবচেয়ে কম রানে গুটিয়ে যাওয়ার বিব্রতকর অভিজ্ঞতা তাড়া করে ফিরছে ভারতীয় ক্রিকেটকে। তুমুল আলোচনা চলছে ওই ম্যাচ নিয়েই।
সংবাদ সংস্থা আইএএনএসকে দেওয়া সাক্ষাৎকারে টেন্ডুলকার বললেন, এমন দুঃসহ অভিজ্ঞতা মন থেকে মুছে ফেলা কঠিন।
“ কোনো সন্দেহ নেই, এই ধরনের পারফরম্যান্স খুবই হতাশার। এটা কাটিয়ে ওঠা ও পরের ম্যাচে মন দেওয়া সহজ নয়। লোকে বলতে পারে যে, স্রেফ একটি বাজে দিন। কিন্তু সত্যি হলো, ক্রিকেটারদের মনে এসব থেকে যায়।”
“ আমি যেটা বলতে পারি, এই ধরনের পারফরম্যান্স ভুলে যাওয়ার একমাত্র পথ হলো, পরের ম্যাচে অসাধারণ কিছু করা। সেটি করতে পারলে ছেলেদের মনোজগত বদলে যাবে। দারুণ পারফরম্যান্সই কেবল পারে খারাপ কিছু ভুলিয়ে দিতে। এরকম কিছু করতে পারলে শরীরে ইতিবাচক স্রোত বইতে শুরু করে।”
নেতিবাচকতা ভুলিয়ে দেওয়ার মতো খুব ভালো কিছু করার উপায়ও বলে দিলেন আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের সফলতম ব্যাটসম্যান।
“ কৌশল তো খুব সাধারণ, অনেক রান করতে হবে এবং প্রতিপক্ষকে অত রান করতে দেওয়া যাবে না। এটার জন্য চাই দৃঢ়প্রতিজ্ঞা, পরের তিন টেস্টেই ছেলেদের দৃঢ়তা দেখাতে হবে। দৃঢ়তা, শৃঙ্খলা ও পরিকল্পনায় সমন্বয় থাকতে হবে পারফরম্যান্সে। ভালো পরিকল্পনা নিয়ে মাঠে নামতে হবে, নিবেদন দেখাতে হবে এবং পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে।”