থ্রিলারধর্মী এই ছবিটির নাম ধামাকা। পরিচালনা করছেন রাম মাধভানি।
এই ছবিটিতে কার্তিক একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন। তাকে দেখা যাবে একটি হোটেলে টেরোরিস্ট অ্যাটাকের লাইভ সংবাদ উপস্থাপন করতে।
শুটিং ইউনিট থেকে জানানো হয়, এই ছবিতে মোট ৩০০ জনের মত কলা-কুশলীর দরকার ছিল। তাই গোটা হোটেলই ভাড়া নিয়ে মাত্র দশদিনে ছবিটির শুটিং শেষ করা হয়েছে।
সম্প্রতি কার্তিকের চরিত্রটির ‘লুক’ সামাজিক মাধ্যমে ভেসে বেড়ানোর পরেই আলোচনা শুরু হয়। এর আগে ‘লাভ আজ কাল‘ বা ’পতি পত্নী আর উহ’ ছবিগুেলোতে তাকে প্রেমিক বা রোমান্টিক চরিত্রেই বেশি দেখা গেছে। এই ছবিটি তার ক্যারিয়ারে ভিন্ন মাত্রা যোগ করবে বলে একটি পোস্টে জানিয়েছে কার্তি আরিয়ান নিজেই।
এমনকী বড়দিনেরও শুভেচ্ছা তিনি জানিয়েছেন এই ছবিটির চরিত্রবেশে অর্থ্যাৎ অর্জুন পাঠক হয়ে।
উল্লেখ্য এটি কার্তিকের করা প্রথম থ্রিলার ছবি।