ক্যাটাগরি

ছবিতে দেশে দেশে বড়দিন উদযাপন

কোভিড-১৯ মহামারীর মধ্যে বিশ্বজুড়ে বেশিরভাগ দেশেই বড়দিন উদযাপনের অনুষ্ঠান আয়োজনে নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তারমধ্যেও খ্রিস্টান ধর্মের মানুষরা নিজেদের মত করে দিনটি উদযাপন করছেন।

  • সেন্ট পিটার্স ব্যাসিলিকায় ক্রিসমাস ইভের ম্যাসে পোপ ফ্রান্সিস। ছবি: রয়টার্স

  • সেন্ট পিটার্স ব্যাসিলিকায় ক্রিসমাস ইভের ম্যাসে উপস্থিত এক খুদে ভক্তের মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করছেন পোপ ফ্রান্সিস। করোনাভাইরাস মহামারীর কারণে এ বছর সেখানে একশ জনের কম দর্শক উপস্থিত ছিলেন।ছবি: রয়টার্স

  • করোনাভাইরাস মহামারীর মধ্যেই ভারতের পুরাতন দিল্লির একটি গির্জায় বড়দিনের প্রার্থনায় প্রচুর মানুষকে অংশ নিতে দেখা যায়। ছবি: রয়টার্স

  • ইরাকের বাগদাদে একটি গির্জায় বড়দিনের প্রার্থনা চলছে। কোভিড-১৯ মহামারীর কারণে কারো চোখেমুখেই আনন্দের ঝিলিক নেই।ছবি: রয়টার্স

  • অস্ট্রেলিয়ার সিডনিতে সমুদ্র সৈকতেই বড়দিন উদযাপনের আনন্দে মেতেছেন কয়েকজন।ছবি: রয়টার্স

  • হন্ডুরাসে বড়দিনের আগের দিন বন্যাদুর্গতদের মাঝে কাপড় বিতরণ করছেন স্থানীয় বাসিন্দারা। ছবি: রয়টার্স

  • বন্যায় ভেসে গেছে বাড়িঘর। হন্ডুরাসের এই বাসিন্দারা আশ্রয় নিয়েছেন একটি ওভারপাসের নিচে। তা বলে বড়দিনের উদযাপন থেমে নেই। বাজি পুড়িয়ে নিজেদের আনন্দ প্রকাশ করছেন হতদরিদ্র এই মানুষগুলো। ছবি: রয়টার্স

  • ফিলিপিন্সের ম্যানিলায় একটি গির্জায় মাস্ক ও ফেসশিল্ড পরে বড়দিনের প্রার্থানায় যোগ দিতে এসেছেন স্থানীয়রা। করোনাভাইরাস মহামারীর এ সময়ে নিরাপদ থাকতে ছোট্ট শিশুটিও ‍মাস্ক পরতে ভুলেনি। ছবি: রয়টার্স 

  • উইন্ডসর ক্যাসেলে বড়দিনের ভাষণ রেকর্ড করছেন রানী দ্বিতীয় এলিজাবেথ। ছবি: রয়টার্স

  • মেক্সিকোতে হতদরিদ্র পরিবারের শিশুদের মাঝে ফায়ার ডিপার্টমেন্ট থেকে উপহার বিতরণ করা হচ্ছে। সারা বছর জুড়ে লোকজন এইসব উপহার দান করেন। ছবি: রয়টার্স