দক্ষিণ সিটি
করপোরেশনের এই মার্কেটে দোকানের সংখ্যা ৭৫৩টি। তার বাইরে অবৈধ দোকান
তৈরি করায় তা ভাঙতে অভিযান শুরু করে নগর কর্তৃপক্ষ।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি)
সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামান, নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম ইরফান উদ্দিন আহমেদ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবীর ত্রপা এর নেতৃত্বে সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট এর বেজমেন্টসহ চারপাশ ও এক তলার অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়।
অভিযান শেষে মো. মুনিরুজ্জামান
বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজসহ দু’দিনে ৩৮০টি দোকান উচ্ছেদ করা হয়েছে। এরমধ্যে বেজমেন্টে থাকা অধিকাংশ দোকান ভেঙে ফেলা হয়েছে। প্রথম তলায় অবৈধ দোকান ভাঙা হয়েছে ২০টি। পঞ্চম তলায় গড়ে ওঠা সকল দোকান অবৈধ। ৫ম তলায় দোকানের সংখ্যা ২৯২টি।”
তিনি জানান,
সুন্দরবন মার্কেটে অবৈধ দখল উচ্ছেদ করার পর তা গাড়ি
রাখা স্থান হিসেবে ব্যবহার করার নীতিগত সিদ্ধান্ত রয়েছে। খালি হওয়ার পর সেখানে ইজারার মাধ্যমে পার্কিংয়ের ব্যবস্থা করা হবে।