দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন শেষে শনিবার ৬ উইকেটে ৩৪০ রান করেছে সফরকারী দল। দাসুন শানাকা ব্যাট করছেন ২৫ রানে, কাসুন রাজিথার রান ৭।
শুরুর ধাক্কা সামাল দিয়ে দলকে বড় পুঁজির ভিত গড়ে দেন চান্দিমাল ও ধনাঞ্জয়া। দুই জনেই করেন ফিফটি। ৭৯ রানে আহত অবসর নেন ধনাঞ্জয়া। চান্দিমাল ফেরেন ৮৫ রান করে।
টস জিতে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুনারত্নে আত্মবিশ্বাসী শুরু করেছিলেন, কিন্তু তাকে বেশিক্ষণ টিকতে দেননি লুঙ্গি এনগিডি। ২০ বলে ৪ চারে ২২ রান করা ওপেনারকে বোল্ড করেন এই পেসার।
আনরিক নরকিয়ার বলে পুল করতে গিয়ে মিড অনে ধরা পড়েন তিনে নামা কুসল মেন্ডিস। ভিয়ান মুল্ডারের অফ স্টাম্পের বাইরের বল মারার চেষ্টায় আরেক ওপেনার কুসল পেরেরা ক্যাচ দেন উইকেটের পেছনে। শ্রীলঙ্কার রান তখন ৩ উইকেটে ৫৪।
সেখান থেকে দলকে এগিয়ে নেন চান্দিমাল ও ধনাঞ্জয়া। দেখে শুনে খেলেন দুজনই, কিছুটা মারমুখী ছিলেন ধনাঞ্জয়া।
তাদের ১৩১ রানের জুটিতে দলের সংগ্রহ যখন দুইশর কাছে, তখনই চোটে মাঠ ছাড়তে হয় ধনাঞ্জয়াকে। এর আগে ৭১ বলে ক্যারিয়ারের সপ্তম ফিফটি তুলে নেন ডানহাতি এই ব্যাটসম্যান।
ধৈর্যশীল ব্যাটিংয়ে ১১৬ বলে ক্যারিয়ারের ১৯তম ফিফটি করেন চান্দিমাল। তাকে সঙ্গ দেন ডিকভেলা। দলও পৌঁছে যায় তিনশর কাছে। তাদের ৯৯ রানের জুটি ভাঙেন মুল্ডার।
দারুণ খেলতে থাকা চান্দিমালকে স্লিপে ফাফ দু প্লেসির ক্যাচে পরিণত করেন মুল্ডার। ১৬১ বলে ১১ চারে ৮৫ রানে ফেরেন এই ব্যাটসম্যান।
কয়েক ওভার পর ৪৯ রান করা আরেক থিতু ব্যাটসম্যান ডিকভেলাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মুল্ডার। অভিষেক হওয়া ভানিদু হাসারাঙ্গাকে ফিরিয়ে জাতীয় দলের হয়ে প্রথম টেস্ট উইকেটের স্বাদ পান অভিষিক্ত লুথো সিপামলা।
দিনের বাকি সময়ে আর কোনো বিপদ হতে দেননি শানাকা ও রাজিথা।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৮৫ ওভারে ৩৪০/৬ (করুনারত্নে ২২, পেরেরা ১৬, মেন্ডিস ১২, চান্দিমাল ৮৫, ধনাঞ্জয়া ৭৯ আহত অবসর, ডিকভেলা ৪৯, শানাকা ২৫*, হাসারাঙ্গা ১৮, রাজিথা ৭*; এনগিডি ১৬-২-৫৪-১, সিপামলা ১৪-১-৬৮-১, নরকিয়া ১৮-৩-৬০-১, মুল্ডার ১৮-৩-৬৮-৩, মহারাজ ১৯-৩-৭৪-০)