ক্যাটাগরি

পৌর ভোট: অধিকাংশ মেয়র প্রার্থীই ব্যবসায়ী

বাকিদের মধ্যে কৃষি, শিক্ষকতা, আইনজীবী, সাংবাদিক, ঠিকাদার, গ্রাম্য চিকিৎসকও রয়েছেন।

শিক্ষকতা পেশায় থাকা সর্বোচ্চ ডিগ্রিধারী রয়েছেন একজন ‘পিএইচডি’; স্বাক্ষরজ্ঞান সম্পন্নও রয়েছেন জনাসাতেক।

আগামী ২৮ ডিসেম্বর প্রথম ধাপের পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ হবে।

এসব পৌরসভার ৯০ জন মেয়র প্রার্থীর মধ্যে ৮২টি হলফনামা বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে। নির্বাচন কমিশন সব প্রার্থীদের হলফনামা ইতোমধ্যে ওয়েবসাইটে প্রকাশ করেছে।

নির্বাচনউপযোগী পৌরসভাগুলোয় এবার চার ধাপে ভোট হবে।

প্রথম ধাপে ২৪টি পৌরসভায় ইভিএমে ভোট চলবে সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা অবধি।

মেয়র, সাধারণ ও সংরক্ষিত আসনের সহস্রাধিক প্রার্থী ইতোমধ্যে প্রচারণা শেষ করছে।

নিবন্ধিত ৫ দলের প্রার্থী

নির্বাচন কমিশনে নিবন্ধিত দলগুলোর মধ্যে শুধু পাঁচটি দলের প্রার্থী রয়েছে প্রতিদ্বন্দ্বিতায়।

এরমধ্যে আওয়ামী লীগ ও বিএনপি সব পৌরসভায় প্রার্থী দিলেও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সংখ্যা তৃতীয় অবস্থানে। কয়েকটি পৌরসভায় জাতীয় পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টির প্রার্থী রয়েছে একটি পৌরসভায়।

পাঁচ বছর আগে প্রথমবারের মতো স্থানীয় সরকারের পৌরসভায় দলীয় প্রতীকে ভোট হয়। সেবার ২০টি দল অংশ নেয়।

শিক্ষাগত যোগ্যতা-পেশা

এ ধাপের ভোটে অংশ নেওয়া মেয়র প্রার্থীদের মধ্যে ব্যবসা পেশায় রয়েছেন ৫২ জন, শিক্ষকতায় ৫ জন, কৃষি ৯ জন, আইনজীবী ৩ জন, চাকরি ১ জন, গ্রাম্য ডাক্তার একজন, ঠিকাদার ২ জন, সাংবাদিক ১ জন ও কয়েকজনের পেশার তথ্য উল্লেখ রাখা হয়নি।

শিক্ষাগত যোগ্যতার মধ্যে পিএইচডি ডিগ্রি ধারী একজন, এলএলবি-এলএলএম তিন জন, মাস্টার্স পাশ করেছেন ১২ জন, স্নাতক ডিগ্রিধারী ২৩ জন, এইিএসসি ১৫ জন, এসএসসি ৯ জন, এসএসসি অকৃতকায ১ জন, দাখিল ১ জন, কামিল ১ জন, নবম শ্রেণী ১ জন, অষ্টম শ্রেণী ৩ জন, ডিপ্লোমা ২ জন ও স্বাক্ষরজ্ঞান সম্পন্ন ৭ জনের তথ্য পাওয়া গেছে।

চালনা পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী অচিন্ত্য কুমার মন্ডলের শিক্ষাগত যোগ্যতা এমএসসি, প্রথম শ্রেণী, পিএইচডি। গতবারও ভোট করেছিলেন তিনি।

রাজশাহীর কাটাখালী পৌরসভায় স্বতন্ত্র মেয়র প্রার্থী অধ্যাপক মাজিদুর রহমানের সর্বোচ্চ ৩৮টি মামলা (বিচারাধীন ৩৩, খালাস ৫) এর তথ্য হলফনামায় দেওয়া হয়েছে।

এ ধাপে মেয়র প্রার্থী নারী রয়েছেন পঞ্চগড় পৌরসভায় আওয়ামী লীগের জাকিয়া খাতুন। তিনি মাস্টার্স ডিগ্রিধারী, শিক্ষিকতা পেশায় রয়েছেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, প্রথম ধাপের এসব পৌরসভায় মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ১ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল ১০ ডিসেম্বর।

ইসির জনসংযোগ বিভাগের পরিচালক যুগ্মসচিব এস এম আসাদুজ্জামান জানান, ২৪ পৌরসভায় মেয়র পদে চূড়ান্ত প্রার্থী রয়েছেন ৯০ জন। ২৫ পৌরসভায় সংরক্ষিত কাউন্সিলর পদে ২৭৭ জন এবং ৮৪৮ জন। প্রার্থিতা প্রত্যাহার শেষে মোট প্রার্থী রয়েছেন ১২১৫ জন।


পৌর ভোট: প্রথম ধাপে প্রতিদ্বন্দ্বিতায় ১২১৫ প্রার্থী
 


প্রথম ধাপে ২৫ পৌরসভায় ভোট ২৮ ডিসেম্বর
 


হলফনামা আরো কার্যকর করার দাবি সুজনের
 


তৃতীয় ধাপে ৬৪ পৌরসভায় ভোট ৩০ জানুয়ারি