শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়কে উদ্ধৃত করে এ কথা জানিয়েছে রুশ বার্তা সংস্থাগুলো। এদিন দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যাও ৩০ লাখের মাইলফলক অতিক্রম করে।
রাশিয়ায় চলমান জাতীয় টিকাদান কর্মসূচিতে এতদিন ষাটোর্ধ্বদের বাইরে রাখা হয়েছিল; তাদের শরীরে টিকাটির আলাদা পরীক্ষাও চালানো হয়েছিল বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
শনিবার রুশ স্বাস্থ্য মন্ত্রণালয় দেশটিতে ২৪ ঘণ্টায় নতুন ২৯ হাজার ২৫৮ জন কোভিড-১৯ রোগী শনাক্ত করার কথা জানায়। এ নিয়ে রাশিয়ায় সরকারি হিসাবেই শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩০ লাখ ২১ হাজার ৯৬৪ জনে।
নতুন এ করোনাভাইরাস দেশটির ৫৪ হাজারের বেশি মানুষের প্রাণও কেড়ে নিয়েছে।
গত অগাস্টে বিশ্বের প্রথম দেশে হিসেবে রাশিয়া তাদের কোভিড-১৯ টিকা সর্বসাধারণের জন্য ব্যবহারের অনুমতি দেয়।
স্পুৎনিক-ভি র আবিষ্কাকরদের দাবি, এই টিকা করোনাভাইরাসের বিরুদ্ধে মানবদেহে অ্যান্টিবডি তৈরিতে ৯৫ শতাংশ কার্যকর এবং গুরুতর কোনো পার্শ্বপ্রতিক্রিয়াও নেই। যদিও বৃহৎ আকারে এই টিকার পরীক্ষা এখনো চলছে।
রাশিয়ার পাশাপাশি ভিয়েতনাম, আর্জেন্টিনাসহ ডজনের বেশি দেশ তাদের নাগরিকদের দেহে এ স্পুৎনিক-ভি প্রয়োগের পরিকল্পনা করছে।