ক্যাটাগরি

‘সাম্প্রদায়িক শক্তিগুলোকে নিয়ে দ্বিমুখী খেলায় সরকার’

শনিবার সকালে এক অনুষ্ঠানে তিনি বলেন,
“সরকারকে বলতে চাই, আপনারা আজকে পরিষ্কারভাবে কথা বলুন। আগামী বছর আমরা মুক্তিযুদ্ধের
৫০ বছর পালন করব। সাপের মুখে চুমু খাবেন, ব্যাঙের মুখেও চুমু খাবেন- এই দ্বিচারিতা,
দ্বৈতনীতি বন্ধ করতে হবে।

“আজকে সাম্প্রদায়িক শক্তিগুলো, মৌলবাদী
শক্তিগুলোকে ভোটের সময় চুমু দেবেন আর সময় সময় রাস্তায় নামাবেন এই খেলা বন্ধ করুন।”

ভাস্কর্য
নিয়ে ইসলামী সংগঠনগুলোর ভূমিকার সমালোচনা করে সাইফুল হক বলেন, “মুসলিম বিশ্বে কবি-লেখক-শিল্পী-সাহিত্যিক-রাজনীতিক সবাই
যেখানে ভাস্কর্য
আছে, এটাকে একটা শিল্প হিসেবে গণ্য করে।
সারা দুনিয়াতে ও বাংলাদেশে সমস্ত ভাস্কর্যকে একটা শিল্প হিসেবে কলেজে-বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়।”

“উনারা (ইসলামী দলগুলো) কথা নাই, বার্তা
নাই ৪৯ বছর পরে এসে এখন ভাস্কর্যের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন। সরকারি দলের মহাসচিব বলেন, সরকারের বিরুদ্ধে
নাকি চক্রান্ত চলতেছে। আমি আগেও বলেছি, এভাবে দেশ যদি অবরুদ্ধ করে রাখেন তাহলে এরকম
চক্রান্ত-ষড়যন্ত্রের আপনারা গন্ধ পাবেন।”

উগ্র গোষ্ঠীর উত্থানের আশঙ্কা প্রকাশ
করে তিনি বলেন, “মানুষ যদি মুক্তভাবে কথা বলতে না পারে, যদি গণতান্ত্রিক অধিকার না
থাকে, যদি ভোটের অধিকার না থাকে তাহলে এই ধর্মান্ধ ফ্যাসিবাদী উগ্র সম্প্রদায়িক শক্তি
ইস্যু নিয়ে তারা আবার এই সুযোগে রাজনীতির মাঠ ঘোলা করতে পারে। একটা চরম দক্ষিণপন্থী
ফ্যাসিবাদী উত্থানের জমিন তারা তৈরি করতে পারে।”

জাতীয় প্রেস ক্লাবের সামনে বিপ্লবী কৃষক
সংহতির কেন্দ্রীয় কাউন্সিলের উদ্বোধন উপলক্ষে এই অনুষ্ঠান হয়।

কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক আনছার
আলী দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। পরে বিপ্লবী কৃষক
সংহতির মূল অধিবেশন হয় সংগঠনের কার্যালয়ে।