শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশের
পর বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটি।
কর্মসূচি থেকে সরকারি শূন্যপদে দ্রুত নিয়োগ,
আউটসোর্সিংয়ে নিয়োগ বন্ধ এবং ঘুষ ছাড়া চাকরির নিশ্চয়তার দাবি জানান যুব ইউনিয়নের নেতারা।
ঢাকা মহানগর দক্ষিণ যুব ইউনিয়ন আয়োজিত এই বিক্ষোভ
সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম, ঢাকা মহানগর দক্ষিণের
সভাপতি গোলাম রাব্বী খান, সাধারণ সম্পাদক শাহীন ভূইয়া, সাংগঠনিক সম্পাদক জীবন কুমার
সাহা, শাহাদাৎ হোসেন, মাহমুদুল হাসান রামিম, জাহিদ নগর, রফিজুল ইসলাম বক্তব্য রাখেন।
মাসুম বলেন, দেশে কর্মহীন মানুষের সংখ্যা ৪
কোটি ৮২ লাখ ৮০ হাজার। বিশ্ব ব্যাংকের হিসাব অনুযায়ী দেশে বেকারত্ব ১৪ দশমিক ২ শতাংশ।
অথচ দেশে সরকারি অনুমোদিত পদ শূন্য রয়েছে ৩ লাখ ৯৯ হাজার ৮৯৭টি।
“প্রতি বছর ২২ লাখ কর্মক্ষম মানুষ শ্রমবাজারে
প্রবেশ করে, কিন্তু কাজ পায় ৭ লাখ, তাহলে প্রতিবছর ১৫ লাখ মানুষ বেকারত্বের অভিশাপে
পড়ছে।”
রাষ্ট্রীয় পাটকল বন্ধের পর চিনি কল বন্ধের
খবরে উদ্বেগ প্রকাশ করেন যুব ইউনিয়নের নেতারা।
রাব্বী খান বলেন, “পাটকল বন্ধ হয়, কিন্তু পাটকলের
ব্যর্থতার জন্য মন্ত্রীর অপসারণ হয়না, বিজিএমসি বন্ধ করা হয় না।
“করোনার সুযোগে শাহেদরা কোটিপতি হয়, কিন্তু
ছাঁটাই ও বন্ধ হয়ে যাওয়া প্রতিষ্ঠানের কর্মহীনদের কাজ এই সরকার দিতে পারে না।”
আউটসোর্সিংয়ে নিয়োগ দিয়ে সরকার বেকার যুবকদের
আরও হতাশাগ্রস্ত করে তুলছে বলে দাবি করেন তিনি।
“সেইসাথে চাকরির ক্ষেত্রে চলছে ঘুষ বাণিজ্য।
ঘুষ নাই তো চাকরি নাই।”
মাদক প্রতিরোধ করে যুব সমাজকে অবক্ষয় থেকে
রক্ষার দাবিও জানান যুব ইউনিয়ন নেতারা।