শনিবার সকাল সাড়ে ৯টার দিকে দীঘিনালা-মেরুং সড়কের চৌমোহনী এলাকায় সেতুটি ভেঙে পড়ে।
স্থানীয়রা জানান, গাছ বোঝাই দুটি ট্রাক একই সঙ্গে বেইলি সেতুতে উঠে পড়ে। ফলে অতিরিক্ত ওজনের কারণে সেতুটি ভেঙে পড়ে। ট্রাকগুলো মেরুং থেকে খাগড়াছড়ির দিকে যাচ্ছিল। এ সময় আরও একটি মাহেন্দ্রও দুর্ঘটনার কবলে পড়ে এবং এতে তিন যাত্রী সামান্য আহত হয়।
এ বিষয়ে খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকির মোহাম্মদ ফয়সাল বলেন, সেতু ভেঙে যাওয়ায় দীঘিনালা উপজেলার মেরুং এলাকা ছাড়াও রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
সেতুটি মেরামত করে চালু করতে কয়েকদিন সময় লাগতে পারে বলে জানান তিনি।