ক্যাটাগরি

চট্টগ্রামে অস্ত্র বিক্রেতা সন্দেহে পুলিশ সদস্য গ্রেপ্তার

গ্রেপ্তার স্বরূপ বড়ুয়া (২৭) চট্টগ্রাম শিল্প পুলিশে কনস্টেবল
হিসেবে কর্মরত আছেন।

শুক্রবার রাতে নগরীর লালদিঘীরপাড় এলাকার হোটেল আদরে অভিযান
চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার
(দক্ষিণ) শাহ মোহাম্মদ আব্দুর রব জানিয়েছেন।

গ্রেপ্তারের পর স্বরূপ বড়ুয়াকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত
করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করা হচ্ছে বলে শিল্প পুলিশ-৩ (চট্টগ্রাম অঞ্চল)
এর পুলিশ সুপার মো. সোলায়মান জানিয়েছেন।

এডিসি রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে এক ব্যক্তি
অস্ত্র নিয়ে হোটেল আদরে অবস্থান করছে খবর পেয়ে অভিযানে যায় গোয়েন্দা পুলিশের একটি দল।

“গোয়েন্দা পুলিশ হোটেলে অভিযানে গেলে হোটেলের বারান্দায় এক
যুবককে অবস্থান করতে দেখতে পায়। পুলিশ দেখে পালানোর চেষ্টা করলে তাকে ধরে তল্লাশি করা
হয়। তল্লাশিতে সে জ্যাকেটের ভেতর থেকে সাথে থাকা একটি রিভলবার বের করে দেয়।”

এডিসি রউফ জানান, জিজ্ঞাসাবাদে স্বরূপ জানিয়েছেন তিনি শিল্প
পুলিশে কনস্টেবল হিসেবে কর্মরত আছেন। তিনি অস্ত্রের বৈধ কাগজ দেখাতে পারেননি।

“অস্ত্রটি বিক্রি করতে সে হোটেলে অবস্থান করছিলেন।”

এ ঘটনায় কোতোয়ালী থানায় একটি মামলা করা হয়েছে। মামলায় তাকে
আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রোববার তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের
আবেদন করা হবে বলে জানান গোয়েন্দা কর্মকর্তা রউফ।

তিনি বলেন, “রিভলবারটির গায়ে কিছু লেখা ছিল না। সেটি কাঠের
বাটযুক্ত। সেটি দেশি নাকি বিদেশি তা নিশ্চিত হওয়া যায়নি।”

চট্টগ্রাম শিল্প পুলিশের পুলিশ সুপার মো. সোলায়মান বিডিনিউজ
টোয়েন্টিফোর ডটকমকে জানান, কনস্টেবল স্বরূপ বড়ুয়া গত ২০ নভেম্বর চট্টগ্রাম নগর পুলিশ
(সিএমপি) থেকে বদলি হয়ে শিল্প পুলিশ-৩ এ যোগ দিয়েছেন।

গত ২৪ ডিসেম্বর থেকে তিনি ছুটিতে ছিলেন।

তাকে বরখাস্ত করা হয়েছে এবং বিভাগীয় তদন্ত হচ্ছে বলে জানান
তিনি।

এর আগে সীতাকুণ্ড উপজেলায় ‘ইয়াবা ব্যবসায়ী’ বলে তুলে নিয়ে
এক ব্যবসায়ীর দুই লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠে দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে।

এরপর বৃহস্পতিবার সীতাকুণ্ড থানায় কর্মরত এসআই সাইফুল আলম
ও কনস্টেবল সাইফুল ইসলাম নামে দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়।