শনিবার পুলিশ ও কাশ্মীরের বিভিন্ন দলের নেতারা এ আটকের কথা নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
গত বছর নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকার কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেওয়ার পর মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলটিতে এবারই প্রথম জেলা পরিষদ নির্বাচন হল। গত সপ্তাহে ওই নির্বাচনের ফল বের হলে তাতে কাশ্মীরের সাবেক দুই মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ও ওমর আবদুল্লাহর দলসহ আঞ্চলিক দলগুলোর একটি জোটের ভালো ফল বিজেপিকে চিন্তিত করে তোলে।
এ দফা যাদেরকে আটক করা হয়েছে তাদের মধ্যে বিচ্ছিন্নতাবাদী বিভিন্ন গোষ্ঠীর নেতা ও নিষিদ্ধঘোষিত জামাত-ই-ইসলামীর সদস্যরা আছেন; তাদেরকে প্রতিরোধমূলক হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।
রাজনৈতিক নেতাকর্মীদের আটকের মাধ্যমে জনরায়কে খাটো করা হল, বলেছেন আঞ্চলিক দলগুলোর জোটের প্রভাবশালী সদস্য ন্যাশনাল কনফারেন্সের মুখপাত্র ইমরান নবী দার।
দলটির শীর্ষ নেতা ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এর আগে বলেছিলেন, স্থানীয় নির্বাচনের ফল দেখাল কাশ্মীরিরা অঞ্চলটির বিশেষ মর্যাদা নিয়ে মোদীর সিদ্ধান্ত মেনে নেয়নি।