রোববার
সকালে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে তাদের কর্মসূচি
শুরু হয়।
সকাল
থেকে ‘একশ’ কিলোমিটার’ এলাকা মাইক্রোবাসে করে ঘুরে ঘুরে মানুষজনের মাঝে সচেতনতা
সৃষ্টি এবং মাস্ক বিতরণ করে স্থানীয় সমাজসেবামূলক সংগঠন ‘মানব কল্যাণ সমিতি’।
সমিতির
সাধারণ সম্পাদক গাজী মোস্তাফিজুর রহমান দিপু বলেন, উদ্বোধনের দিনে করোনাভাইরাসের দ্বিতীয়
ওয়েভ প্রতিরোধে তিনটি উপজেলার একশ কিলোমিটার সড়ক মাইক্রোবাসে ঘুরেছি।
“পথে
পথে আমরা করোনাভাইরাসের বিষয়ে সচেতনতামূলক কর্মকাণ্ড করেছি। এছাড়া আড়াই হাজার মানুষকে
মাস্ক পরিয়ে দিয়েছি।”
তারা টুঙ্গিপাড়া
উপজেলার পাটগাতী, বালাডাঙ্গা, জোয়ারিয়া, গোপালপুর, কোটালীপাড়া উপজেলার বর্ষাপাড়া,
হিরণ, মাঝবাড়ি, ঘাঘর, পশ্চিমপাড়া, ওয়পদারহাট, সিকির বাজার, টুপুরিয়া এবং গোপালগঞ্জ
সদর উপজেলার কাজুলিয়া, কাঠি, মাঝিগাতি, গোলাবাড়িয়া, ঘোনাপাড়া, গোপালগঞ্জ শহরে এ
কর্মসূচি পালন করেন।
এ সংগঠনের
সভাপতি সরদার নুরুল ইসলাম ছাড়াও সদস্যরা এই প্রচার দলে অংশ নেন। তাদের জনসচেতনতামূলক
কার্যক্রম অব্যাহত রাখবেন জানিয়েছেন তারা।