ক্যাটাগরি

চবি ক্যাম্পাসে কর্মচারীর লাশ উদ্ধার

রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের উত্তর ক্যাম্পাসে কর্মচারীদের জন্য বরাদ্দ একটি পাঁচতলা ভবনের দ্বিতীয় তলা থেকে মো. সালাউদ্দিনের (৩০) লাশ উদ্ধার করা হয়। 

সালাউদ্দিন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের চতুর্থ শ্রেণীর কর্মচারী।

চবি পুলিশ ফাঁড়ির পরিদর্শক আব্দুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার সালাউদ্দিন শ্বশুর বাড়ি থেকে ক্যাম্পাসে ফিরে আসেন। উনার স্ত্রী শ্বশুর বাড়িতেই আছেন। এরপর শনিবার থেকে সালাউদ্দিনকে ফোনে পাচ্ছিলেন না তার স্ত্রী। বিষয়টি তার স্ত্রী ভবনের নিচ তলায় অন্য কর্মচারীদের ফোন করে জানান। 

“কর্মচারীরা বিষয়টি প্রক্টরিয়াল বডির সদস্যদের জানালে পুলিশ ও প্রক্টোরিয়াল বডির সদস্যরা গিয়ে বাসা থেকে সালাউদ্দিনের মৃতদেহ উদ্ধার করে।”

পুলিশ পরিদর্শক আব্দুর রহিম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে সালাউদ্দিনের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।

চবির ভারপ্রাপ্ত প্রক্টর ড. আতিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সালাউদ্দিনের বাসার দরজা ভেতর থেকে বন্ধ এবং সেখানে কারও সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না খবর শুনে পুলিশ ও প্রক্টরিয়াল বডির সদস্যরা দরজা ভেঙে তার লাশ উদ্ধার করে। পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

চবি মেডিকেল সেন্টারের চিকিৎসকরা ধারণা করছেন, ২৪ ঘণ্টা আগে সালাউদ্দিনের মৃত্যু হয়েছে।