ক্যাটাগরি

কোভিড: ব্রাজিলে একদিনে ৩০৭ মৃত্যু, চিন্তা নেই বলসোনারোর

একই সময়ে ভাইরাস শনাক্ত হয়েছে ১৭ হাজার ২৪৬ জনের। তবে এ পরিস্থিতিতেও ব্রাজিলে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচিতে বিলম্ব নিয়ে চিন্তিত নন প্রেসিডেন্ট জাইর বোলসোনারো।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ব্রাজিলে বর্তমানে মোট করোনাভাইরাস শনাক্তের সংখ্যা প্রায় ৭৫ লাখ। আর এখন পর্যন্ত মারা গেছেন ১ ৯০,৭৯৫ জন।

করোনাভাইরাসের ভয়াবহতাকে আমলে না নেওয়া কয়েকজন বিশ্বনেতার একজন হচ্ছেন বোলসোনারো। এ নিয়ে তিনি যথেষ্ট সমালোচনারও শিকার হয়েছেন।

সম্প্রতি করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি নিয়েও তিনি সমালোচনা এবং চাপের মুখে পড়েছেন। কিন্তু গোটা বিশ্বে এরই মধ্যে টিকা নিয়ে হুড়োহুড়ি শুরু হয়ে গেলেও ব্রাজিলের বোলসোনারো সরকার এখনও এ কর্মসূচি নিয়ে স্পষ্ট করে কিছু জানায়নি।

শনিবার ব্রাসিলিয়ায় সাংবাদিকরা বলসোনারোকে প্রশ্ন করেন, ব্রাজিলে টিকাদান কর্মসূচিতে দেরি হওয়া নিয়ে সমালোচনায় তিনি চাপে আছেন কি না।

 জবাবে বোলসোনারো বলেন, “আমাকে কেউ কোনকিছুর জন্য চাপে ফেলে না। আমি এসব গায়ে লাগাই না।” তার এই বক্তব্যের ভিডিও সম্প্রচার করেছে সিএনএন।