ক্যাটাগরি

চিনি ও খাদ্য শিল্প করপোরেশনে নতুন চেয়ারম্যান

আরিফুর রহমান অপু।

আরিফুর রহমান অপু।

এই কর্মকর্তাকে সর্বোচ্চ গ্রেড অর্থাৎ গ্রেড-১ এ পদোন্নতির
পর ওই পদে নিয়োগ দিয়ে রোববার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যানের দায়িত্ব চালিয়ে
আসা সনৎ কুমার সাহাকে অবসরে যাওয়ার সুবিধার্থে জনপ্রশাসন মন্ত্রণারয়ের বিশেষ ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

আলাদা আদেশ খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক সারোয়ার মাহমুদকে
গ্রেড-১ এ পদোন্নতি দিয়ে ওএসডি করা হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর অবসরোত্তর ছুটিতে (পিআরএল)
যাবেন তিনি।

এছাড়া ক্রীড়া পরিদপ্তরের পরিচালক মোহা. মোমিনুর
রহমানকে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন
কর্তৃপক্ষের সদস্য মো. আব্দুল আউয়াল হাওলাদারকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত
সচিব এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের সদস্য হিসেবে বদলির আদেশাধীন ওএসডি
অতিরিক্ত সচিব মো. রুহুল আমিন হাওলাদারকে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে
বদলি করা হয়েছে।