গোটা যুক্তরাজ্য জুড়েই জারি করা হয়েছে আবহাওয়া সতর্কতা। ওয়াইট দ্বীপে শনিবার ভোররাতে ঘন্টায় ১০৬ মাইল বেগে বয়ে গেছে ঝড়ো হাওয়া।
আবহাওয়া অফিস ঝড়ের সাথে সাথে তুষারপাতের সতর্কতা জারি করেছে নর্দান আয়ারল্যান্ড, উত্তর ওয়েলস, উত্তর-পশ্চিম ইংল্যান্ড এবং দক্ষিণ স্কটল্যান্ডে। দক্ষিণ ইংল্যান্ডে ব্যাহত হয়েছে ট্রেন চলাচল।
দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের রেলওয়ে কর্তৃপক্ষ বলেছে, ভারি বৃষ্টিতে রেললাইন বন্যার পানিতে ডুবে গিয়ে ট্রেন চলাচল বিঘ্নিত হচ্ছে। অন্যান্য আরও অনেক স্থানেও রেললাইনের ওপর গাছ ভেঙে পড়ে ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে।
বহু মানুষ শনিবারই বাড়িঘর ছেড়ে চলে গেছে। ঝড়ের প্রভাবে বিভিন্ন জায়গায় এখনও ভারি বৃষ্টিপাত এবং বন্যার পূর্বাভাস দিয়ছে আবহাওয়া দপ্তর। ঝড়ো বাতাসে মানুষের জীবনের জন্যও হুমকি হতে পারে বলে সতর্ক করা হয়েছে। রবি ও সোমবার যুক্তরাজ্যজুড়ে তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
বিবিসি জানায়, ঝড়ের কারণে ওয়েলসে প্রায় ২১ হাজার বাড়িঘরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বেডফোর্ডশায়ার এবং নর্থহ্যাম্পটনশায়ার ভেসে গেছে বন্যায়।
উইটিনি এবং অক্সফোর্র্ডশায়ারে ৪০ টি বাড়িঘর প্লাবিত হয়েছে। ইংল্যান্ডে ১১০ টি , ওয়েলসে ৩ টি এবং স্কটল্যান্ডে ২ টি স্থানে বন্যা সতর্কতা জারি রয়েছে।