ক্যাটাগরি

নীলফামারীতে শিশু ধর্ষণের মামলায় কিশোর গ্রেপ্তার

ডোমার
থানার পরির্দশক (তদন্ত) বিশ্বদেব রায় জানান, শনিবার রাতে সদর উপজেলার পলাশবাড়ি এলাকা
থেকে গ্রেপ্তার করে রোববার তাকে আদালতে পাঠানো হয়।

কিশোরের
বয়স ১৭ বছর। ডোমার পৌরসভার কলেজপাড়া মহল্লায় পরিবারের সঙ্গে থাকত সে।

মামলায়
অভিযোগ করা হয়েছে, শিশুটিকে ঝালমুড়ি খাওয়ানোর লোভ দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে ডোমার
পৌরশহরের কলেজপাড়া মহল্লায় একটি বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণ করে এই কিশোর। শিশুটির মেচিৎকারে
এলাকাবাসী এগিয়ে গেলে কিশোর পালিশে যায়।


ঘটনায় মেয়েশিশুটির মা শুক্রবার ডোমার থানায় মামলা করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে
জানান পরিদর্শক বিশ্বদেব রায়। শিশুটির ডাক্তারি পরীক্ষা হয়েছে বলেও তিনি জানান।