ঢাকার বিশেষ জজ আদালত-৬
এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান রোববার এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন-
আরিফুল ইসলাম, শফিকুল ইসলাম, আরিফ হোসেন ওরফে শাহিন, হাসান মিয়া, ইমতিয়াজ হোসেন, নাজমুল
হাসান ওরফে অপু, রুহুল আমিন, আলমগীর হোসেন এবং সৈয়দ মিজানুর রহমান।
যাবজ্জীবন কারাদণ্ডের
পাশাপাশি তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম
কারাদণ্ড দেওয়া হয়েছে।
রায় ঘোষণা সময় আরিফুল
ইসলাম, ইমতিয়াজ হোসেন ও মিজানুর রহমান আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা
দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়েছে। পলাতক ছয় আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
করা হয়েছে।
রায়ের নথি থেকে জানা
গেছে, ২০১২ সালের ১৬ জানুয়ারি গোয়েন্দা পুলিশের সিনিয়র এসি মশিউর রহমানের নেতৃত্বে
ঢাকা মহানগর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
১৭ জানুয়ারি ভোর পৌনে
চারটার দিকে তারা জানতে পারেন, যশোর থেকে যমুনা সেতু হয়ে প্রাইভেটকার ও মাইক্রোবাসে
বিপুল পরিমাণ ফেনসিডিল বেড়িবাঁধ দিয়ে বাবুবাজার এলাকায় প্রবেশ করবে।
দুপুর ২টার দিকে দ্বীপনগরে
একটি মাইক্রোবাস ও একটি প্রাইভেটকার আটকে তল্লাশী চালিয়ে ৩২৫০ বোতল ফেনসিডিল উদ্ধার
করে গোয়েন্দা পুলিশের দলটি।