ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে বড়দিনের বিস্ফোরণ ‘সম্ভবত আত্মঘাতী বোমা’

নাম প্রকাশে অনিচ্ছুক দুই পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানায়, তদন্ত কর্মকর্তাদের বিশ্বাস কেউ আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটিয়েছে।

টেনেসি রাজ্যে গত শুক্রবার বড় ধরণের ওই বিস্ফোরণে অন্তত তিন জন আহত হন এবং বেশ কয়েকটি বাড়িঘরও ধ্বংস হয়ে যায়। টেনেসি রাজ্যসহ আরো চারটি রাজ্যে যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন ঘটে।

বিবিসি জানায়, বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে উদ্ধার মানবদেহের খণ্ডাংশের ডিএনএ টেস্ট করা হচ্ছে। কী কারণে এই আত্মঘাতী বিস্ফোরণ ঘটনো হয়েছে তা এখনও জানা যায়নি। কোনও ব্যক্তি বা গোষ্ঠীও এখনও এর দায় স্বীকার করেনি।

যুক্তরাষ্ট্রে বড়দিনে বড় ধরনের বিস্ফোরণে আহত ৩
 

এ ঘটনার পেছনে জড়িতদের ধরিয়ে দিতে তিন লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছে।

ওদিকে, পুলিশ সন্দেহভাজন আত্মঘাতীর মা কে খুঁজে বের করার চেষ্টা করছে। যাতে দেহাবশেষের ডিএনএ’র সঙ্গে মিলিয়ে দেখা যায়।

বিস্ফোরণের পরপর ঘটনাস্থল পরিদর্শন করে টেনেসির গভর্নর বিল লি বলেন, এতবড় বিস্ফোরণে কোনও প্রাণহানি যে হয়নি সেটিই ‘আশ্চর্যের’।