প্লাটফর্মটির নতুন এই যাত্রায় অ্যাপটিতে যুক্ত হচ্ছে শাকিব খান, জয়া আহসান, নুসরাত ফারিয়া, বিদ্যা সিনহা মিম, স্পর্শিয়া, মাহিয়া মাহি, অপূর্ব, নিশো, চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, মেহজাবিন, তানজিন তিশাদের মতো বড় বড় তারকাদের সব সিনেমা, নাটক ও ওয়েব সিরিজ।
লাইভ টেকনোলজিসের একটি ওটিটি প্লাটফর্ম এই ‘সিনেমাটিক’।
প্রতিষ্ঠানটির পরিচালক, তামজিদ অতুল বলেন, “প্রেক্ষাগৃহে প্রদর্শনের পর বাংলাদেশের সিনেমাগুলো সংরক্ষণের সু-ব্যবস্থা নেই। অনেক কালজয়ী সিনেমা সংরক্ষণের অভাবে হারিয়ে গেছে। সবগুলো ছবিই পাওয়া যাবে ‘সিনেম্যাটিক’ অ্যাপে।
“পাশাপশি নতুন সিনেমা তো থাকছেই। সেই সঙ্গে থাকবে ওয়েব ফিল্ম, নাটক ওয়েব সিরিজ। প্লাটফর্মটিতে কোনও মানহীন কন্টেন্ট স্থান পাবে না। দর্শকরা উপভোগ করবেন এমন কন্টেন্টই থাকবে। দর্শকদের এই প্রতিশ্রুতি দিতে পারি।’
বর্তমানে প্রায় ১০০ সিনেমা রয়েছে প্লাটফর্মটিতে।এর মধ্যে রয়েছে শাকিব খানের ‘ক্যাপ্টেন খান’, ‘চিটাগাইংয়া পোয়া নোযাখাইল্ল্যা মাইয়া’, ‘সুপার হিরো’সহ অন্য তারকাদের সিনেমাও।