ক্যাটাগরি

হর্নের বদলে ‘বায়ুত্যাগের শব্দ’ শোনাবে টেসলা গাড়ি

প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদন বলছে, ছুটির মৌসুমে  ২০২০.৪৮.২৬ আপডেটে নতুন বুমবক্স ফিচার যোগ করেছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা মার্কিন প্রতিষ্ঠানটি। গাড়ির টয়বক্স মেনু থেকে হর্নের জন্য বিভিন্ন শব্দ বাছাই করতে পারবেন গাড়ির মালিক।

শনিবার এক টুইট বার্তায় প্রতিষ্ঠান প্রধান ইলন মাস্ক বলেছেন, “কাস্টম মিউজিক বা শব্দও” আপলোড করতে পারবেন গাড়ির মালিক।

বাস্তব কার্যকরিতার পাশাপাশি মজার উপযোগিতাও রয়েছে বুমবক্স ফিচারে। তবে এই ফিচারে কিছু সীমাবদ্ধতাও থাকছে। গাড়ির বাইরে পথচারীকে সতর্ক করতে স্পিকার রয়েছে এমন গাড়িতেই শুধু ফিচারটি ব্যবহার করা যাবে।

২০১৯ সালের ১ সেপ্টেম্বরের পর উৎপাদিত টেসলা গাড়িতেই শুধু বিল্ট-ইন স্পিকার রয়েছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেইফটি অ্যাডমিনিস্ট্রেশনের নির্দেশে বৈদ্যুতিক গাড়িতে স্পিকার যোগ করার নির্দেশনা দেওয়া হয়েছে। পথচারীকে সতর্ক করতে স্পিকারে গাড়ির শব্দ বাজানো হয়।

আইস ক্রিম ট্রাকের মতো শব্দও করতে পারে টেসলা গাড়ি।