ক্যাটাগরি

গাজীপুরে কভার্ড ভ্যানের ধাক্কায় কিশোর নিহত

নিহত মো. হৃদয় (১২) হবিগঞ্জের দিয়াই উপজেলার
শামীম মিয়ার ছেলে। গাজীপুরের পুবাইল কলেজ গেট এলাকায় মায়ের সঙ্গে থাকত সে।

টঙ্গীর চেরাগ আলী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে
রোববার বিকেলে তারা হতাহত হন বলে টঙ্গী পূর্ব থানার এএসআই আশিকুল হক জানান।

তিনি বলেন, বিকাল ৫টার দিকে মায়ের সঙ্গে রাস্তা
পার হওয়ার সময় কভার্ড ভ্যানটি ধাক্কা দিলে হৃদয় ঘটনাস্থলেই নিহত হয়।

এছাড়া তার মা আহত হন। তাকে শহীদ আহসান উল্লাহ
মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে হানান তিনি।

টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) মো. দেলোয়ার
হোসেন চৌধুরী বলেন, এ ঘটনায় চালক মো.  সাজ্জাদ
ও তার সহকারী রায়হান মিয়াকে আটক করা হয়েছে। কভার্ড ভ্যানটি জব্দ করেছে পুলিশ। পরবর্তী
আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।