বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার ১-০ গোলে জেতা বসুন্ধরা কিংস টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের সেরা হয়েছে। একটি করে জয় ও হারে গ্রুপ রানার্সআপ বন্দরনগরীর দলটি।
নিজেদের প্রথম ম্যাচে গতবারের রানার্সআপ রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছিল চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। রহমতগঞ্জের বিপক্ষে ১-০ গোলের জয়ে শুরু করেছিল চট্টগ্রাম আবাহনী।
শুরু থেকে দুই দলের খেলায় গতি থাকলেও আক্রমণে ছিল না চেনা ধার। ৩০তম মিনিটে চট্টগ্রাম আবাহনী প্রথম ভালো সুযোগ পায়। কিন্তু কোত দি ভোয়ার ফরোয়ার্ড চার্লস দিদিয়েরের ফ্রি কিক ক্রসবারের ওপর দিয়ে যায়।
প্রথমার্ধের যোগ করা সময়ে সুযোগ নষ্ট করেন বসুন্ধরা কিংসের মাহবুবুর রহমান সুফিল। সতীর্থের পাস ধরে আগুয়ান গোলরক্ষক মোহাম্মদ নাইমকে কাটিয়ে জায়গা করে শট নিতে চেয়েছিলেন। কিন্তু বাধাপ্রাপ্ত হয়ে শেষ পর্যন্ত ঠিকঠাক শট নিতে পারেননি জাতীয় দলের এই ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে রবসন দা সিলভা রবিনিয়োর কর্নারে হেডে জাল খুঁজে নেন দূরের পোস্টে থাকা আর্জেন্টাইন বংশোদ্ভূত চিলিয়ান ফরোয়ার্ড রাউল অস্কার বেসেরা। লাফিয়ে উঠেও বলের নাগাল পাননি নাইম। প্রতিযোগিতায় এটি বেসেরার দ্বিতীয় গোল।
৫৭তম মিনিটে বিশ্বনাথ ঘোষের থ্রু বল ধরে ডি-বক্সে ঢুকে ক্রসবার উঁচিয়ে মেরে ব্যবধান দ্বিগুণের সুযোগ হারান সুফিল। চার মিনিট পর ডান দিক থেকে সতীর্থের দারুণ লম্বা ক্রসে স্লাইড করে পা ছোঁয়াতে পারেননি
চট্টগ্রাম আবাহনীর মান্নাফ রাব্বী।
শেষ দিকে ব্যবধান বাড়ানোর চেষ্টা করলেও পারেনি বসুন্ধরা কিংস। ৮০তম মিনিটে মোহাম্মদ ইব্রাহিমের হেড পোস্টের বাইরে যায়। তবে টানা দুই জয় এবং দুই ম্যাচে ক্লিনশিট পাওয়ার তৃপ্তি সঙ্গী হয়েছে ব্রুসনের দলের।