ক্যাটাগরি

চাঁদপুরে ‘প্রেমের সম্পর্ক ছিন্ন করায় ঘরে আগুন’

চাঁদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধা
সরকার জানান, সদর উপজেলার উত্তর বালিয়া গ্রামে শনিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে জানিয়ে
তিনি বলেন, ওই গ্রামের ১৫ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে জুনায়েদ (২২) নামে এক তরুণের প্রেমের
সম্পর্ক ছিল।

“প্রেমের সম্পর্ক ছিন্ন করায় জুনায়েদ এ ঘটনা ঘটিয়ে
থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে। তবে কিশোরীর পরিবার থানায় অভিযোগ দেয়নি।”

অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে
জানান তিনি।

কিশোরীর বাবা বলেন, তারা ঘুমিয়ে থাকার সময় হঠাৎ আগুন
দেখতে পান। চিৎকার দিলে আশপাশের লোকজন গিয়ে আগুন নেভায়। আগেই আগুন দেখতে পাওয়ায় তার
মেয়েসহ পরিবারের সবাই রক্ষা পেয়েছেন।