ক্যাটাগরি

টাঙ্গাইলে ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

সোমবার টাঙ্গাইল-ভূঞাপুর সড়কের সিংগুরিয়ায় এই দুর্ঘটনা ঘটে বলে ঘাটাইল থানার পরিদর্শক (তদন্ত) মো. ছাইফুল ইসলাম জানান।

নিহতরা হলেন জেলার ভূঞাপুর উপজেলার কাগমারীপাড়া গ্রা‌মের ইউসুফের ছেলে মো. আব্দুর র‌শিদ (২০), লাল মিয়ার ছে‌লে মুন্না (৩০) ও সুবজ‌ (১৬)।

ঘাটাইল থানার এস আই মো. মোশারফ হোসেন জানান, সকাল সাড়ে ১০টার দিকে টাঙ্গাইল-ভূঞাপুর সড়‌কের সিংগুরিয়া ব্রিজের ওপর একটি ট্রা‌ক বিপরীত থে‌কে আসা এক‌টি মোটরসাই‌কে‌লকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

“এতে ঘটনাস্থ‌লে মুন্না মারা যান। সৌরভ ও আব্দুর রশিদ হাসপাতালে নেওয়ার পর মারা যান।”

তিনজনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান এসআই মোশারফ।