ক্যাটাগরি

পৌরকর ছাড়া কীভাবে নাগরিক সেবা সম্ভব: সুজন

সোমবার নগরীর
বেপারী
পাড়াস্থ
আগ্রাবাদ
সিটি করপোরেশন কমপ্লেক্স চত্বরে রাজস্ব সার্কেল-৭ এর স্পট হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

করোনাভাইরাস মহামারীর কারণে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) নির্বাচন স্থগিত হওয়ায় প্রশাসক হিসেবে নিয়োগ পান নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।

৬ অগাস্ট তিনি প্রশাসকের দায়িত্ব নেন। আগামী ২৭ জানুয়ারি সিসিসি নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে। এবার মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী নগর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী।

গত পাঁচ মাসে প্রশাসক হিসেবে খোরশেদ আলম সুজনের বিভিন্ন পদক্ষেপ প্রশংসিত হয়েছে।

সোমবারের অনুষ্ঠানে সুজন বলেন, “নগরবাসীর ভালোবাসা আমাকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছে। প্রশাসকের দায়িত্ব নেওয়ার পর নগরবাসী আমাকে যে মায়া-মমতার বন্ধনে আবদ্ধ করেছেন, তা কখনও শোধ করতে পারব না।

“দায়িত্বের কারণে করপোরেশন ও জনস্বার্থে আমাকে অনেক সময় কঠোর অবস্থান নিতে হয়েছে। এজন্য নগরবাসী আশা করি আমাকে ভুল বুঝবেন না। কারণ আমার শৈশব-কৈশোর, যৌবন কেটেছে এই শহরে। কাজেই আমার কাজের মূল্যায়নের ভার নগরবাসীর হাতে।”

শহরের উন্নয়নের স্বার্থে নগরীর অধিবাসীদের পৌরকর পরিশোধের আহ্বান জানিয়ে সুজন বলেন, “কিছু পেতে গেলে কিছু দিতে হয়। কাজেই সেবা পেতে পৌরকর দিন ও ট্রেড লাইসেন্স ইস্যু করে ফেলুন।

“শহরের মালিক নগরীর ৬০ লাখ অধিবাসী। নাগরিকদের অধিকার রয়েছে সিসিসির সেবা পাওয়ার। আমি চেষ্টা করেছি নগরকে পরিচ্ছন্ন, মানবিক ও পরিবেশবান্ধব রাখতে। পৌরকর ছাড়া কীভাবে নাগরিক সেবা দেওয়া সম্ভব? করপোরেশন কোনো ধরনের কর বাড়ায়নি। পূর্বের রেটে পৌর কর নিচ্ছে। ডিসেম্বর মাসজুড়ে সারচার্জ ছাড়া পৌরকর ও ট্রেড লাইসেন্স নেয়া যাবে।”

সুজন বলেন, “নগরীর উন্নয়নে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। কারণ প্রধানমন্ত্রী এই শহরের উন্নয়নের দায়িত্ব নিয়েছেন। যে কারণে এখানে টানেল, উড়াল সেতু, শিল্প জোনসহ বিবিধ উন্নয়ন হচ্ছে।

“এরপরও নগরীর উন্নয়নে যারা বাধা হয়ে দাঁড়াবে তাদের আমরা প্রতিহত করব। নগরীর
উন্নয়নের
স্বার্থে
যে কোনো
সংস্থাকে
সহযোগিতা
করতে প্রস্তুত।”

সিসিসির রাজস্ব কর্মকর্তা শাহেদা ফাতেমা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাউন্সিলর প্রার্থী মোহম্মদ হোসেন, সিসিসির কর কর্মকর্তা জসীম উদ্দীন চৌধুরী প্রমুখ।