ক্যাটাগরি

মগবাজারে বিটিসিএল প্রকৌশলীর লাশ উদ্ধার

মৃত মীর আফতাবুল সুমনের
(৪৮) বাড়ি টাঙ্গাইলের ইছাপুর গ্রামে। তিনি  বিটিসিএলের তেজগাঁও অফিসে কর্মরত ছিলেন।

হাতিরঝিল থানার পরিদর্শক
(অপারেশন) গোলাম আযম জানান, সোমবার সকালে বড় মগবাজার টিঅ্যান্ডটি কলোনির ভেতর একটি
চারতলা বাড়ির সামনে থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

গলায় রশি পেঁচানো
ছিল জানিয়ে তিনি বলেন, ওই ভবনের চতুর্থ তলায় স্ত্রী ও তিন সন্তান নিয়ে বসবাস করতেন
সুমন।

পরিবারের বরাত দিয়ে
এই পুলিশ কর্মকর্তা বলেন, ফজরের নামাজ পড়তে ভোরে বাসা থেকে বের হন সুমন। সুমন যে ভবনে
বসবাস করতেন ওই ভবনের পানির ট্যাংকের সঙ্গে রশি বাঁধা অবস্থায় পাওয়া গেছে।

“প্রাথমিকভাবে ধারণা
করা হচ্ছে, সুমন ওই রশির সঙ্গে ঝুলে আত্মহত্যা করে এবং পরে রশি ছিঁড়ে নিচে পড়ে যায়।
মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।”

সুমনের মৃতদেহ ময়নাতদন্তের
জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।